
আপনি কি মিথ্যা কথা বলেন? সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করেন?মিথ্যুককে ঘৃণা করেন না? আপনি ব্যক্তিত্বহীন।
কেউ কারো নামে কিছু বললে তার সত্য মিথ্যা যাচাই করেন?
তাহলে আপনি ব্যক্তিত্ববান।
অন্যের কথা শোনে সিদ্ধান্ত গ্রহণ করেন?
তাহলে আপনি ব্যক্তিত্বহীন।
অন্যের নামে গীবত করেন?
আপনি ব্যক্তিত্বহীন।
একের কথা অন্যকে লাগান?
আপনি ব্যক্তিত্বহীন।
মানুষের সুখ দেখে হিংসা হয়?
আপনি ব্যক্তিত্বহীন।
বিনয় ও ভদ্রতাকে দুর্বলতা মনে করেন?
আপনি ব্যক্তিত্বহীন।
স্রষ্টার সৃষ্টিকে গালি দিতে অপমান করতে আপনার বিবেকে লাগে?
আপনি ব্যক্তিত্ববান।
মিথ্যা কথা বললে আপনি অনুতপ্ত হন?
আপনি ব্যক্তিত্ববান।
হীন স্বার্থ চরিতার্থ করার জন্য
মিথ্যা কথা বলেন?
আপনি ব্যক্তিত্বহীন।
নিজে শত শত দোষ পাপ করে
অন্যজনকে দোষী পাপি বলেন?
আপনি ব্যক্তিত্বহীন।
দেশকে নিজের চেয়েও বেশী ভালোবাসেন?
আপনি ব্যক্তিত্ববান।
একটি সুন্দরী মেয়ে দেখলে সম্মান করেন?
আপনি ব্যক্তিত্ববান।
পর্দা না করে ঘর থেকে বের হয়েছে
তাই তাকে অসম্মান করেন?
আপনি ব্যক্তিত্বহীন।
আপনি কি দুর্বলের পক্ষে ও সবলের বিরুদ্ধে
অবস্থান করেন?
আপনি ব্যক্তিত্ববান।
সবল অন্যায় করলেও তাদের পক্ষে কথা বলেন?
আপনি ব্যক্তিত্বহীন।
ছবি- ফেসবুক।
সর্বশেষ এডিট : ১৪ ই আগস্ট, ২০২২ বিকাল ৪:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




