
সবার জন্য লিনার রান্না করা চাটগাঁইয়া কালা ভুনা ♥️
ব্লগারদের সাথে কিছু ভুল বোঝাবুঝির অবসান হওয়া দরকারঃ
১) আমার প্রোফাইল পিকঃ আমি আমার পছন্দ মত যেকোনো প্রোপিক দিতে পারি। এটা আমার খুব স্মৃতিময় একটা ছবি। আমার মনে হয়না এটা কাউকে কোন ভাবে বিরক্ত বা ক্ষতি করতে পারে। এর পরেও যদি কারও ক্ষতি হয় সমস্যা হয় আমি সরিয়ে ফেলব।
২) আমার পোস্টের ছবিঃ আমি মিডিয়া বা সেলিব্রিটি বা বিনোদন জগৎ এর অভিনেতা অভিনেত্রী দের অনলাইনে অসম্মান করা নিয়ে লিখি। পোস্টে ব্যবহৃত ছবি গুলোকে যদি অশ্লীল ছবি বলা হয় তবে অশ্লীলতার ডেফিনেশন কি আমার জানা নেই। তবুও সম্মানিত ব্লগারদের যদি ছবির কারণে ব্লগিং করতে সমস্যা হয় আমি ছবি ব্যবহার করবনা।
৩) ব্লগার চাঁদগাজী ও কপি-পেস্টঃ আমি ব্লগার চাঁদগাজীর কটাক্ষ করা মন্তব্য কখনো সাপোর্ট করিনি। আমি যাকে পছন্দ করি মন থেকে করি। অন্ধভাবে উনাকে সাপোর্ট করছি কারণ উনার কয়েকটি গুণ আছে যেমনঃ উনি মিথ্যা কথা বলেন না, কাউকে গালি দেন না। লেখার বিষয়বস্তু ব্লগার সূলভ। উনি চান ব্লগে শুধু ব্লগিং হোক।সব গুলো মানসম্পন্ন পোস্ট আসুক। আমার একটা মাল্টি নিক ছিল। উনি আমাকে সরাসরি বলছেন মাল্টি থেকে ব্লগিং করবেন না। এটা খুব বিশ্রী। যাই হোক ইন ফিউচার আমি কেয়ারফুল থাকবো। কপি পেস্ট এর বিষয়টা হল যখন শুধু একজন নির্দিষ্ট ব্লগারকে নিয়ে যখন পোস্ট দিসে তখন আমি প্রতিবাদ করসি। পরে যখন পোস্ট স্টিকি করসে এরপর আর কিছু বলিনি।
৪) কাউকে হুমকি দেয়া বা পাওয়ার দেখানোঃ আমি অতি সাধারণ। আমার কোন পাওয়ার নেই। এই ব্লগে অন্য সবাই আমার চেয়ে বেশী পাওয়ারফুল। একজন সম্মানিত ব্লগার তার কিছু সমস্যার কথা আমাকে শেয়ার করেন ও ব্লগে প্রশাসন এর নজর নিয়ে কিছু কথোপকথন হয়। ফেসবুক মেসেঞ্জারে হয়েছিল কথা গুলো।একান্তই সরল একটি কথোপকথন। আমি সরল মনে বলেছি আমি ফ্যাশন মিডিয়ায় কাজ করি। আমার শো তে ব্লগ যে মন্ত্রণালয়ের অধীনে তাদের অনেকেই প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন।( আমার ফেসবুকে ছবি আছে দেখে নিতে পারেন) আর আমাদের ফ্যাশন মিডয়ার অনেকেই বেশ ক্ষমতাবান এই ব্যাপারে হয়তো আমি একটু হেল্প করতে পারবো।একেবারে সরল মনে। অনুগ্রহ পূর্বক ভুল বুঝবেন না।
৫) মতাদর্শঃ আমি একটি নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাসী। ব্লগীয় নীতিমালা মেনে একটি নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে লিখি। যারা প্রতিমুহূর্তে পবিত্র ধর্ম ইসলামকে কলংকিত করসে। এটা আমার ব্লগীয় অধিকারও। স্বাধীন মতপ্রকাশের অধিকার ব্লগ আমাকে দিয়েছে। অনুগ্রহ পূর্বক কণ্ঠরোধ করবেন না। আমার কোথাও ভুল হলে অন্যায় হলে ভদ্র ভাবে বলবেন আমি সাথে সাথে সংশোধন করব। এটার জন্য ব্যক্তি আক্রমণ করার, গালি দেয়ার, আলাদা করে পোস্ট দেয়ার কিংবা মডারেটর কে দৌড়ে গিয়ে বিচার দেয়া এগুলোর দরকার নেই।ছোট খাট বিষয়ও ওনাকে দৌড়ে গিয়ে বিচার দেয়া খুবই দুঃখজনক।
৬) কোন ব্লগার কে সাপোর্ট ও সিন্ডিকেটঃ দেখুন আপনি যদি কোন ব্লগারের পক্ষে কথা বলেন, পছন্দ করেন, সাপোর্ট দেন, তাকে নিয়ে পোস্ট লিখেন, আপনার প্রতিটি মন্তব্য যদি তার পক্ষে যায় আমি আপনাকা 'পাচাটা, ছেছড়া, ব্যক্তত্বহীন বলছিনা, আপনি কি করবেন এটা আপনার ব্যক্তি গত ব্যাপার। একই কাজটি আমি করলে আপনি আমাকে কটাক্ষ করসেন। এটা কি ঠিক? আগে তো নিজে ঠিক হতে হবে। আমি জনৈক ব্লগারকে পছন্দ করতাম কারণ তিনি নিরপেক্ষ ভাবে সমস্ত রাজনৈতিক দলের সমালোচনা করতেন। কোন দলীয় এজেন্ডা বাস্তবায়ন করসেন না। আর তিনি বলেছেন তিনি একজন মুক্তিযুদ্ধা। তিনি কাউকে গালি দেন না ও মিথ্যা কথা বলেন না। লোকটি জ্ঞানী। তার কটাক্ষ করা মন্তব্য আমি কোনদিন সাপোর্ট করিনি।
৭)গালি ও ব্যক্তি আক্রমণঃ আমি শপত করে বলছি কেউ আমাকে আগে নিজ থেকে ব্যক্তি আক্রমণ ও গালি না দিলে আমি মরে গেলেও নিজ থেকে দিবনা। আমি এতোটা সুশীল নই যে কেউ আমাকে গালি দিবে আমি চুপ করে বসে থাকব। সম্মানের জবাব পাবেন সম্মান এর মাধ্য্যমে।অসম্মান এর জবাব পাবেন - ১ম বার সম্মানের সাথে, ২য় বার সম্মানের সাথে, ৩য় বার সম্মানের সাথে। চতুর্থ বার আপনার সাথে আপনার মতো করেই আচরণ করা হবে।

সবার জন্য লিনার বানানো পিজ্জা।♥️
সব শেষে বলি, আমি একজন সহজ সরল ও মানবিক মানুষ হওয়ার চেষ্টা করি।মানুষকে গায়ে পড়ে হেল্প করতে গিয়ে নিজে বিপদে পড়ে যাই। আমি নিশ্চিত করতে পারি আমার দ্বারা কারো কোনদিন কারও ক্ষতি হবে না। আমার জন্ম হয়েছে শুধু মাত্র মানুষের উপকার করার জন্য। আমি কাউকে কষ্ট গালি ব্যক্তি আক্রমণ ইত্যাদি করে থাকলে আমি দুঃখিত। আর আমাকে যারা অন্যায় ভাবে বা মতের অমিলের কারণে গালি দিয়েছেন, ব্যক্তি আক্রমণ করেছেন, কটাক্ষ করেছেন তাঁদের আমি ক্ষমা করে দিলাম। আমি যা করসি তার জন্য আমাকে গালি দিচ্ছেন বা কটাক্ষ করসেন, একই কাজ অন্য কেউ করলে সেখানে গিয়ে আপনি সাপোর্ট দিচ্ছেন।আপনি নিজে সে কাজ করছেন। এটা কি ঠিক? আমি তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করসি।

সবার জন্য লিনার বানানো বিরিয়ানি ♥️
পোস্টটি সামুর সে সব ব্লগারদের উৎস্বর্গ করা হলো যারা আমাদের প্রিয় দেশ ও দেশের মানুষের পক্ষে লিখেন সবার জন্য একটি গান।শুনুন প্লিজ।
আপনারা যারা ব্লগে লিখেন তারা প্লিজ আমার দেশের মানুষের পক্ষে লিখুন।♥️
বিঃদ্রঃ (ধর্মান্ধ কাঠমোল্লা ও দেশদ্রোহী জামাত শিবির ও তাদের পক্ষে ইনিয়ে বিনিয়ে কথায় ক্সজে মন্তব্যে অবস্থান করে তাদের কাছে কোন ভাবেই স্যরি নই)
সর্বশেষ এডিট : ১৮ ই আগস্ট, ২০২২ ভোর ৬:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




