
আমি যাদের শ্রদ্ধা করি তাদের মধ্যে অন্যতম হলো - যারা ভুল বৈষম্য অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন। এটি স্বাধীন দেশ। দুইদিনের জীবনের মায়ায় বা প্রিভিলেজ পাওয়ার আশায় যারা হণুদের পা চেটে চলে, ঘাম ঝড়িয়ে ৮০ বছরেরর যে বৃদ্ধ রিক্সা চালিয়ে চলেন, তিনি পাচাটাদের চেয়ে বেশী ক্লাসি ও ব্যক্তিত্বসম্পন্ন। এটি আপনার স্বাধীন দেশ। এখানে স্বাধীন ভাবে কথা বলা আপনার অধিকার। আমাদের গণতন্ত্রকে আমাদেরকেই রক্ষা করতে হবে।
স্বাধীনতার স্বপক্ষের শক্তি বা আওয়ামিলীগ পরিচয় দিয়ে ইডেনের ছাত্রীদের যারা নেতাদের মনোরঞ্জন করার জন্য পাঠায় তাদের বিরুদ্ধে এখনই রাস্তায় নামতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি জামাত শিবিরের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বিএনপি রাজাকারদের শহীদ বলার দুঃসাহস দেখানোর আগে কণ্ঠস্বর রোধ করতে হবে ।
নেলসন মেন্ডেলা বলেছেনঃ “যতক্ষণ না আমাদের পৃথিবীতে দারিদ্র্য, অন্যায় এবং স্থূল বৈষম্য অব্যাহত থাকবে, আমরা কেউই সত্যই বিশ্রাম নিতে পারি না।” সকলে হক কথা বলবে এটা আমাদের দেশে কখনোই সম্ভব না। এখানে যাদের ক্ষমতা আছে তাদের পা চাটা হয়, তারা অন্যায় করলেও অধিকাংশ সময় অন্যায়কারী দের পক্ষেই রায় দেয়া হয়। লক্ষ্য করে দেখবেন, আপনি যখন অন্যায়কারীর বিরুদ্ধে প্রতিবাদ করেন ও অবস্থান করেন, চাটুকাররা আপনাকে ঘৃণা করবে। করুক ঘৃণা। মনকে বুঝাতে হবে আপনি মানুষ তাই নিশ্চিত ক্ষতি হবে জেনেও প্রতিবাদ করছেন।।যারা শুধু অন্যায়ের বিরুদ্ধে কথা বলার অপরাধে জোট বেঁধে আপনাকে আক্রমণ করে, অথবা অন লাইনে একই ব্যক্তি ১০ টা ছেলে ও মেয়ের নামে চালানো ফেক আই ডি থেকে কথা বানে জর্জরিত করে তখন মন খারাপ না করে বরং গর্বিত হউন। কারণ আপনি আপনার মনুষ্যত্ব বিসর্জন দিয়ে তাদের মতো চাটুকারিতা করছেন না।
জয় বাংলা বলে আগে বাড়ুন। “অন্যায় করা, অন্যায় ভোগ করার চেয়ে বেশি অপমানজনক।” – প্লেটো
চাটুকারিতা করে অন্যায় করে সারভাইভ করার চেয়ে মরে যাওয়া বেশী সম্মানজনক। অন্যায়কারীরা অনেক ভাবে আপনাকে থামাতে চাইবে। কিন্তু লড়াকুদের কেউ থামাতে পারেনা। পাক হানাদার বাহিনী একটি মানচিত্রের জন্ম না নেয়ার জন্য কম অত্যাচার অন্যায় জুলুম অবিচার করেনি। কিন্তু এদেশের বীর জনতা কুকুর রাজাকার পাচাটারা পাক হানাদার বাহিনীর দালালী করার পরও প্রতিবাদের মুখে পরাজিত হয়েছে। তাই সংখ্যায় বেশী বলে অন্যায়কারী দের ভয় পাওয়ার কিছু নেই। সাহস নিয়ে প্রতিবাদ করতে হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০২২ রাত ৯:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



