
ছবিতে যাদের দেখতে পাচ্ছেন তাদের সকলেই চিনেন। দুই জন আলাদা আলাদা ধর্মের মানুষ বিয়ে করে সুখী হলে কার কি ক্ষতি? এমন কোন নোংরা গালি নেই, ওদের দেয়া হয়নি। আর ওদের গদাম দিলে যাদের জ্বলে তাদের পোস্ট পড়ার দরকার নেই। এই পোস্ট আপনাদের জন্য না। ব্লগার নূর মোহাম্মদ নূরু ভাই এই অসুস্থতার খবর পেয়ে মনটা খারাপ হয়ে গেলো।পোস্টের শুরুতে মহান আল্লাহর কাছে তার সুস্থতার প্রার্থনা করি।
একটি ছোট্ট মেয়ে। বিশ্ববিদ্যালয়ে মাত্র পা রেখেছে। স্কুল কলেজের ছোট্ট গন্ডিকে অতিক্রম করে সবে মাত্র সর্ব বৃহৎ ক্যাম্পাসে বিচরণ শুরু করেছে। ছেলেমেয়েদের এই ১৮-১৯ -২০- ২১ বয়স গুলো খুবই সেন্সিটিভ। তরুণ তরুণী প্রেম করার জন্য পার্টনার নির্বাচন করে। যারা ভাগ্যবান তার মন মতো জীবনসঙ্গী খুজে পায়। যাদের কপাল পোঁড়া তারা জামাত শিবিরের পাল্লায় পড়ে ব্রেন ওয়াশড হয়। তাদের মাথায় ঢুকিয়ে দেয়া জামাত শিবির যারা করে তারা ছাড়া সবাই নাস্তিক। প্রশিক্ষণ দেয়া হয় উগ্রতার ও ভুলভাল ইসলামি শিক্ষার। মাথায় ঢুকিয়ে দেয়া হয় গান শোনা হারাম। যে সব মেয়েরা ছেলে বন্ধুদের সাথে গানে আড্ডায় মেতে থাকে ওরা নষ্টা। ধীরে ধীরে মেয়েগুলোর ব্রেন ওয়াশ করে এস্টাবলিশমেন্টের প্রচেষ্টা করে যে - বাংলাদেশ কে ইসলামি রাস্ট্র বানাতে। আর ইসলামি রাস্ট্র বলতে পাকিস্তান আফঘানিস্তান ইত্যাদি অসভ্য বর্বর জাতী গুলোকে বুঝানো হয়ে থাকে যেখানে পুরুষ পুরুষকে ধর্ষন করে, মসজিদে নানাজ পড়ারত মুসল্লীদের বোমা মেরে উড়িয়ে দেয়।
একটি মেয়ে যখন বন্ধুদের সাথে হৈ হুল্লোড় আনন্দ গানে কৈশোর উপভোগ করার কথা তখন তাকে বিশ্রী বিকট কালো কাপড়ে জড়িয়ে হুজুরদের ক্রিতদাশ হওয়ার বিনিময়ে জান্নাতে হুর হওয়ার স্বপ্ন ঢুকিয়ে দেয়া হয়।তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয়, বাংলাদেশের আইনে বাঁধা থাকলেও প্রথম স্ত্রীকে গোপন করে ঠকিয়ে অন্য নারীকে বিয়ে করা ইসলামে জায়েজ।
ভাবছি সেসব স্মার্ট মেয়েদের কথা যাদের স্বামী জামাত শিবির মানসিকতার বলদ রামছাগল গুলোদের বিয়ে করছে। গান শোনলে, মুভি দেখলে, জামাত শিবিরের নোংরামি ও ভন্ডামি সহ্য না করলে কতোটা মানসিক অত্যাচার সহ্য করতে হয় তা বলার অপেক্ষা রাখেনা। এরা জামাত শিবির না করলে নিজের মা বাপ ভাই বোনকেও গালি না দিয়ে ছাড়বেনা। যেসব মেয়েরা না জেনে না চিনে এদের করেছে, এদের কথা শোনে চাকরি না করে চার -পাঁচটা সন্তান প্রসব করেছেন কি করুণ জীবন তারা যাপন করছে তা সামাজিক যোগাযোগ এর মাধ্যমগুলোতে এদের আচরণ, ব্যবহার দেখলে সহজে অনুমেয়। যেসব স্মার্ট মেয়েরা এদের ফাঁদে পা দিয়েছন, এদের বিয়ে পরবর্তী অনধিকার চর্চার যন্ত্রণা সহ্য করতে না পেরে মৃত্যুর প্রহর গুনছেন তারা হয়তো - জালেম ছাগু জামাই এর চোখ কে ফাঁকি দিয়ে অশ্রুসিক্ত নয়নে গেয়ে ওঠেন - "আমার সমাধির পর, আমি চাইনা তোমার উপহার, নিষ্প্রাণ দেহের কাছে তুমি রেখোনা তোমার অধিকার "।
সর্বশেষ এডিট : ৩১ শে অক্টোবর, ২০২২ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



