ব্লগ অনেক দিন ধরে ঠাণ্ডা মনে হচ্ছে। আসলে ব্লগে হৈচৈ না থাকলে পানসে লাগে। হৈচৈ মানে কোন অবস্থাতেই ক্যাচাল বা ব্যক্তি আক্রমণ নয়। অধিকাংশ ব্লগার এক হয়ে ব্লগার সোনাগাজীর বিরুদ্ধে ব্যক্তি আক্রমণের অভিযোগ তোলার কারণে তাঁকে তাঁর ভাষ্যমতে সেমি-ব্যান করা হয়। যদিও তিনি বারবার বলছেন ," আসলে, আমার মন্তব্যে কোন সমস্যা ছিলো না; ব্লগে অনেকেই অনেক বিষয়ে লিখতে গিয়ে নীচুমানের পোষ্ট দেন; বিষয়ের মুল ধারণা না'বুঝে ভুল লেখেন; তাদেরকে ভুলের কথা বললে, তারা ইহাকে "ব্যক্তি আক্রমণ" নাম দিয়ে ক্ষেপে যায়।" । ব্লগার সোনাগাজী যখনই নীতিমালায় এসেছেন তখন তাঁকে যেসকল ব্লগার পছন্দ করেন তাহারা তাঁর ব্যান মুক্তি চেয়ে মডারেশন বরাবর আবেদন করতেন। কিন্তু এইবারের আগের বার মডারেশন থেকে নীতি মালা নির্ধারণ করা হয়, নীতিমালায় আসা কোন ব্লগারের পক্ষে কেউ কথা বললে তাকেও নীতিমালায় আনা হবে । সম্ভবত সে কারণে নীতিমালায় আসেন ব্লগার "রাজীব নুর" । আমরা দেখেছি - গত ১৯ ই মে ব্লগার রাজীব নুরকে ফ্রন্ট পেজ ব্যান মুক্ত করা হয় ও গতকাল ২৩ শে রোজ মঙ্গলবার রাত ১০ ঘটিকায় ব্লগার সোনাগাজীকে ব্যান মুক্ত করা হয়।
ব্লগে অনেক ব্লগার আছেন। একেকজন ব্লগার একেক চরিত্র ও বৈশিষ্ট্যের অধিকারী। আমরা কেউই ধোয়া তুলসী পাতা নই। দোষ গুণ ভুল ত্রুটি নিয়েই আমাদের জীবন। কোন ব্লগার নীতিমালায় এসেছে বলে তাঁকে ঘৃণা করার ও ইগনোর করার পক্ষে আমি নই। আমি নিজে শত শত দোষে দুষ্ট অন্যজনকে দোষী বলি কি করে? যাই হোক সামুতে বিএনপি ভেক ধরা জামাত মানসিকতার অপ-ব্লগাররা ছাড়া সকলেই আমার খুবই প্রিয়। আমি সবাইকেই ভালোবাসি। সম্মান করি। ছাগু ও কাঠমোল্লা মানসিকতার লোকজন ছাড়া আমার সাথে কারও কোন ক্যাচাল হওয়ার সম্ভাবনা ০ % এরও কম।
যাই হোক। এটি একটি ফান পোস্ট। এই পোস্টের মাধ্যমে ব্লগার সোনাগাজী ও রাজীব কে ফ্রন্ট পেজে ওয়েলকাম করছি। আমার আশে পাশে আসলে সব ক্রিয়েটিভ লোকজন।৯৯% ই শিল্পী। আমি সব কিছুই সরল ভাবেই চিন্তা করতে ভালোবাসি। অনুগ্রহ করে পোস্টের কোন কিছুতে জটিলতা খুজতে যাবেন না। শুধু সোনাগাজী বা রাজীব নয়, আমার যেকোনো প্রিয় ব্লগার নীতিমালায় যাওয়ার পর, ফ্রন্ট পেজে ব্যাক করলে আমি এভাবে সেলিব্রেশন পোস্ট দিয়ে ওয়েলকাম করব।
প্রথমে একটু খাওয়া দাওয়া হয়ে যাক। প্রতিটি খাবার রান্না করেছে টিএসবির অফিসিয়াল ফ্যাশন ও স্টাইল ডিরেক্টর লিনা:
-পাকুড়া -
- সরসে ইলিশ -
-চিকেন চুই ঝাল -
-কাবাব -
- হালিম -
ছবিতে - লিনা
এবার একটু নাছ দেখি। বৃষ্টি মুখর এই দিনে এই ক্লাসিকাল নাছটি মনে হয় পারফেক্টঃ নাছটি পরিবেশন করছে টিএসবির ডিজিটাল মার্কেটর "মাটি" ।
এইবার একটা গান শোনা যাক। গানটি পরিবেষণ করছে টিএসবির কর্পোরেট শো পারফর্মার "নিলম সেন"
সবাইকে অনেক ধন্যবাদ। আশা করছি ব্লগ এবার জমজমাট হয়ে উঠবে।