এক হুজুর ওয়াজে গান করতেছে
যদি মাহিয়া মাহি পরিমণি বুক ফুলিয়া চলতে পারে দেশে---তবে আল্লামা সাইদী, মামুনুল হক কেন কারাগারে?
দেখুন এদেশীয় কাঠমোল্লাদের মানসিকতা। মাহিয়া মাহি তাদের বিচারে অপরাধী কারণ সে একজন অভিনেত্রী। পরিমণি তাদের দৃষ্টিকোন শুধুমাত্র নায়িকা হওয়ার অপরাধে কারাভোগ করার মতো দোষী।
বাংলাদেশের সংবিধানের কতো নাম্বার ধারা অনুযায়ী পরিমনি মাহিয়া মাহি অপরাধী কাঠমোল্লাদের কাছে কোন জবাব কি আছে?
গতকাল হোমপেজে একটা ছবি হয়তো আমার মতো সবাইকে মুগ্ধ করেছে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ছাগল কোরবানি দিয়েছে তার মুসলিম বন্ধু কলাকৌশলী সহযোগী ও সহকর্মীদের জন্য। উপরে দেয়া ছবিটি আপলোড দিয়ে বিদ্যা সিনহা মিম তাঁর ফেসবুকে স্ট্যাটাসে লিখেন "
ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আর কোরবানী ঈদ হলো ত্যাগের মাধ্যমে সেই আনন্দের ভাগাভাগি। প্রতিবারের মত এবারও
আমার পরিবারে যারা আমার কাজে সহায়তা করে, আমার জন্য কষ্ট করে তাদের জন্য এবারও থাকছে ঈদের আয়োজন। ঈদের প্রস্তুতি সম্পন্ন,ঈদের আনন্দ মিস করেছি এমনটা কখনো হয়নি, আশা করি কখনো হবেওনা। এই আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে।
সবাইকে ঈদ মোবারক।"
এখন ব্লগের ছাগু ও কাঠমোল্লা মানসিকতার লোকদের কাছে আমি বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই - আল্লাহর কাছে কে বেশী সুন্দর? মামুনুল এর মতো ধর্ষক এর জন্য যে মায়াকান্না করছে, সাইদীর মতো মানবতাবিরোধী অপরাধের সাথে জড়িত যাবৎজীবন কারাদণ্ড প্রাপ্ত আসামীর পক্ষে সাফাই গাওয়া সে বলদ কাঠমোল্লা নাকি হিন্দু 'বিদ্যা সিনহা মিম'।
ত্যাগ ও মহিমার এক অসাধারণ সমন্বয় পবিত্র ইদুল আজহা। এই ঈদে গরীব দু:খি মেহনতি ঋণে জর্জরিত মানুষের কাছে দেশের সবচেয়ে এক্সপেনসিভ বিফ ফ্রোতে বিতরণ করা হয়। লক্ষ লক্ষ মানুষ হজ করে পবিত্র হয়। অথচ এই শোয়রের বাচ্চা কাঠমোল্লারা হিংসা ছড়াতেই আছে, ছড়াতেই আছে।
মনের হিংসাটা যদি কোরবানি না দেয় এই শোয়রদের কোরবানি কি গ্রহণযোগ্য হবে? মাহিয়া মাহি, পরিমণি কার ভাতের প্লেটে ছাই দিসে। ওরা শিল্পী। মামুনুল সাইদীর মতো অপরাধী নয়। ওরা সজ্ঞানে কারও ক্ষতি করেনা, ওয়াজের নামে হাউকাউ করেনা। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধায়না। ৩০ লক্ষ শহীদের রক্ত ভেজা সবুজ বাংলায় ওরা বুক ফুলিয়ে না হেটে কি তোগো রাজাকার বাপরা হাঁটবে।
বি:দ্র: কিছু মাওলানা মোত্তাকি মুমিন ইমাম আছেন যারা অত্যন্ত ভালো ওয়াজ করেন। তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সম্মান নিবেদন করছি।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৩ রাত ১২:২৩