
প্রথমেই বলে নিচ্ছি এটি একটি ফান পোস্ট। জাস্ট মজা করে লেখা। ব্লগার চাঁদগাজী এবং ব্লগার শায়মা দুইজনই আমার খুব প্রিয় এবং সম্মানের। আমার পোস্ট কাউকে হার্ট করলে প্লিজ জানাবেন। সাথে সাথে আমি এডিট করবো অথবা সরিয়ে ফেলব। এই পোস্টের মূল উদ্দেশ্য ফান। কোন অবস্থাতেই ক্যাচাল নয়। তাই কেউ ক্যাচাল করার চেষ্টা করলে মন্তব্য মুছে দেয়া হবে।
গেল বিশ্বকাপের আগে আমরা দেখেছি সেলিব্রিটি ক্রিকেট লীগ হয়েছে। খুবই মজার ছিল সে ম্যাচ।যদিও ccl অর্থাৎ সেলিব্রিটি ক্রিকেট লীগে মারামারি হয়েছিল কিন্তু খুবই মজার ছিল। আমি চাই আসন্ন ব্লগ ডে উপলক্ষে একটি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হোক। টিম হবে দুইটি। ব্লগার চাঁদগাজী একাদশ ও ব্লগার শায়মা একাদশ।
কোন ব্লগার কোন টিমে খেলবে?
আমার মতো করে ২ টা টিম করলাম।
ব্লগার চাঁদগাজী একাদশে কারা খেলবেন:
১) সোনাগাজী (অধিনায়ক)
২) রাজীব নূর (সহ অধিনায়ক)
৩)ঠাকুর মাহমুদ
৪) নিমো
৫) হাসান কালবৈশাখী
৬) কলা বাগান - ১
৭) মহাজাগতিক চিন্তা
৮) নূর আলম হীরণ
৯) জুন
১০) স্বপ্নের সঙ্কচিল
১১) কামাল ১৮
টিম শায়মা: চাঁদগাজীর টিমের জন্য প্লেয়ার খুজে পাওয়া না গেলেও শায়মার দলে প্লেয়ারের ছড়াছড়ি।কারে বাদ দিয়ে কারে নিব পুরাই কনফিউজড। আমার মত করে একটা টিম বানালাম:
১)শায়মা (অধিনায়ক)
২) নতুন (সহ অধিনায়ক)
৩) ভুয়া মফিজ
৪) অপু তানভীর
৫) ঢাবিয়ান
৬) মনিরা সুলতানা।
৭) শেরজা তপন
৮) সেলিম আনোয়ার
৯) নিবর্হণ নির্ঘোষ।
১০) করুনা ধারা
১১) সোনাবীজ অথবা ধুলোবালি ছাই।
আম্পায়ার:
১) হাসান মাহবুব
২) আহমেদ জী এস।
থার্ড আম্পায়ার:
১)সাড়ে চুয়াত্তর
২) মিরোরডডল
প্রিয় ব্লগ টিম,
দীর্ঘ দিন ব্লগার চাঁদগাজী ও ব্লগার শায়মার মধ্যে একটা কিউট ক্যাচাল লেগেই আছে। কোন অবস্থাতেই এটা মিটছেনা। আপনারা নিশ্চয়ই লাগান সিনেমাটি দেখেছেন। খেলার ফলাফলের উপর নির্ভর করবে ব্লগার চাঁদগাজীকে কি সোলেমানি ব্যন করা হবে নাকি আর কখনোই ব্যান করা হবে না। এই ব্যান ব্যান খেলা বন্ধ করে খেলার ফলাফলের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব ব্ললে মনে করি।
বি: দ্র: আমার যাদের মাল্টি, কাঠমোল্লা ও বিম্পি ভেক ধরা জামাত শিবির মনে হয় তাদের বাদ দেয়া হয়েছে। ছবিটি আমার খুব প্রিয় একজন সহকর্মীর। সেলিব্রিটি ক্রিকেট লীগের সময় তুলা।
বিনীত নিবেদক
মোহাম্মদ গোফরান।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৩ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



