
১
স্বামী আর স্ত্রী পারিবারিক ভাবে বিয়ে করেছে। স্বামী একজন বিদেশী। বউ বাংলাদেশে থাকে। অনেকদিন পর স্বামী দেশে এসেছে। বউ এর জন্য অনেক উপহার এনেছে। স্বামী পুরা ফেব্রুয়ারী মাস দেশে থাকবেন। তাই প্রতিটিদিন তারা সেলিব্রেট করে পালন করছে। বিশেষ করে আহ্লাদী বউকে নিয়ে হাগ ডে কিস ডে চকলেট ডে প্রপোজ ডে, বারবি ডে এগুলো সেলিব্রেট করছেন। অত্যান্ত আনন্দের সাথে ভ্যালেন্টাইন'স ডেও গেলো। পরের দিন ১৫ই ফেব্রুয়ারী স্বামী বললেন আজ আমি একটু গ্রামের বাড়ি যাব।ফিরতে একটু রাত হয়ে যাবে। তুমি ভয় পেওনা। বউ হাসী মুখে বলল অসুবিধা নেই। এতদিন তো একা ছিলাম। আমি সামলে নিতে পারব। তুমি নিশ্চিন্তে যাও। স্বামী রওনা দিলেন। আর স্ত্রী ফোন দিলেন প্রেমিক কে। "জান ভ্যালেন্টাইন'স ডে সেলিব্রেট করতে পারিনি। আজ বাসা ফাঁকা। সে গ্রামে গেসে। জলদি বাসায় এসো। প্রেমিক ওপাশ থেকে জবাব দিচ্ছে - " ওকে বেইবি ২০ মিনিট অপেক্ষা কর আমি ৩০ মিনিটের মধ্যে আসছি "। প্রেমিক এলো। যা শুরু হওয়ার তা শুরু হলো।
২
এদিকে স্বামীর বাসার দাড়োয়ান ঘটনা ঘটিয়ে দিসে। বউ এর প্রেমিক প্রতিদিন বাসায় আসতো বিষয়টি স্বামীকে জানিয়ে দিয়েছিল। জামাই তাই পরীক্ষা করতে বাড়ি যাওয়ার নাটক করছে। প্রেমিক ঢুকার কিছুক্ষণ পর জামাই বউকে ফোন করল আমি মাত্র একটা বাসে উঠলাম। পৌঁছে ফোন দিব। বউ এখন ১০০% রিলাক্স। ফোন রেখে জামাই বাসার দিকে হাঁটা দিল। দ্রুত বাসায় গিয়ে কলিং বেল চাপল। বউ মনে করছে অন্য কেউ আসছে। তাই প্রেমিককে বেডে শুইয়ে রেখেই দরজা খুলতে আসছে। দরজা খুলে স্বামীকে দেখে হতভম্ব হয়ে গেলো। একেবারে নির্বাক! জামাই ভীষণ এডুকেটেড। তাই কোন সিনক্রিয়েট করলোনা। ড্রয়িং রুমে সোফায় গিয়ে ঝিম ধরে বসে আছে। কয়েক মিনিট পর প্রেমিক ঘটনা বুঝতে পেরে ধরেই নিয়েছে তাকে পুলিশে দেয়া হবে। কিন্তু অমন কিছুই ঘটলোনা। জামাই ভদ্র ভাবে বললেন প্লিজ আপনি চলে যান। প্রেমিক বের হয়ে গেলো। রক্তাক্ত স্বামী মৃদু হেসে বললো - " ইট'স ওকে"। কোরানে আছে - "মুমিন নারীরা মুমিন পুরুষের জন্য আর দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য। আমি অনেক মেয়ের সাথে বিয়ের আগে পরে ফিজিকাল রিলেশন করেছি, আমি ধরা খাইনি তুমি খেয়েছ। কারণ আমি করেছি বিয়ের আগে ও বিয়ের পর তোমাকে লুকিয়ে দেশের বাইরে, তাই গিলটি ফীল করার কিছুই নেই। তুমি অপরাধী হলে আমিও অপরাধী। আমি নিজে অপরাধী হয়ে তোমায় বা তোমার প্রেমিককে শাস্তি দেই কিভাবে? তুমি চাইলে তোমার প্রেমিককে বিয়ে করতে পার। তবে আমি নিশ্চিত সে তোমাকে বিয়ে করবেনা। মাগনা মাগনা তোমার মতো অপরূপা পেয়েছে তাই সুযোগ লুফে নিয়েছে। উনার স্থানে আমি সুযোগ পেলে আমিও তাই করতাম।
বউকে কাছে টেনে নিল। চুমু দিল। ফিস ফিস করে বলল - সংসার চলুক। আমি যেদিন অন্য মেয়ের প্রতি নিজের আকৃষ্ট হওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারব সেদিন থেকে তোমাকে বাঁধা দিব। আমি নিজে লম্পট হয়ে বউকে সতী হিসেবে পেতে চাব এ হয় নাকি?
আমরা নিজেরা শত অপরাধে অপরাধী হয়ে যখন অন্যকে অপরাধী বলি বিষয়টি লজ্জার। সেদিন এক ব্লগার বললেন তিনি আমাকে কটু কথা বলেছেন কারণ আমি একজন অপরাধী পক্ষে কথা বলছি। অথচ তিনি সামান্য কটা বানান ভুলের জন্য শেরজা ভাইকে কটু কথা বলে ও আমাকে কুকুর বলে গালি দিয়ে নিজেই অপরাধ করলেন!
৩)
যাই হোক উপরের ঘটনা পড়ে এখন সমাজের লোক কাকে অপরাধী বলবে?
১) এই শিক্ষিত সত্যবাদী মানবিক মানুষটাকে?
২) নাকি তার বউকে?
৩) নাকি সেই সৃষ্টি কর্তাকে যিনি বলেছেন - " চরিত্র হীন নারী চরিত্র হীন পুরুষের জন্য। "
৪) নাকি জ্বীন শয়তানকে।
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



