
মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শপথ হোক বাংলাদেশে মৌলবাদী গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। ছোট বেলায় পড়তাম - অ- তে অজগর- অজগর আসছে তেড়ে। আ-তে আম- আমটি আমি খাবো পেড়ে। কিন্তু অত্যন্ত দু:খ ভারাক্রান্ত হ্রদয় নিয়ে আজ এই মহান দিনে পোস্ট লিখতে হচ্ছে। মৌলবাদীরা শিশুদের বই গুলোতে পর্যন্ত ধর্ম ঢুকিয়ে দিয়েছে। বলদ মৌলবাদী গোষ্ঠী সে ঐতিহ্যবাহী অক্ষর শেখার বইকে পাল্টে দিসে। অ- তে অজগর 'অক্ষর' শেখার বইটির মৌলবাদী ভার্সন বড়ই আচানক। সত্যি আফসোস হচ্ছে। এমনিতে ওয়াজের নামে হাউকাউ, ধর্ম প্রচারের নামে ম্যাওপ্যাও গুলো আমাদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে তার উপর এমন গৌরবের দিনে মৌলবাদীদের ছাপানো এসব "গু" বই দেখলে মেজাজ কি পরিমাণ খারাপ হয়!
ছোট বেলার সে ঐতিহ্যবাহী অ-তে অজগর আসছে তেড়ে, আ- আ তে আমটি আমি খাব পেড়েকে পরিবির্তন করে নতুন করে ছাপাইছে - গ - তে গান বাজনা ভালো নয়, ছ- তে - ছবি আঁকা ভালো নয়। এই সব পাগল ছাগলের কি বাংলাদেশে থাকার অধিকার আছে? ছোট বেলা থেকে অপার সম্ভাবনাময়ী একজন শিশুর ব্রেইনে ঢুকিয়ে দিচ্ছে - গান করা ভালো নয়, ছবি আঁকা ভাল নয়! স্বাধীনতার স্বপক্ষের শক্তি ক্ষমতায় থাকতে মৌলবাদী গোষ্ঠী এমন ক্ষমতা কোথায় পায়!
শত শত মসজিদ মাদ্রাসা বানানো হচ্ছে। সে সব মসজিদে এলাকার সবচেয়ে খারাপ লোকদের দিয়ে মসজিদ কমিটি গঠন করে সেখানে ব্যাবসা করছে। সিরাত মাহফিল বা তাফসির উল কুরানের এর নামে ভাওতাবাজি করছে। মিলাদুন্নবীর নামে করছে ভং চং।মাদ্রাসা বানিয়ে সেগুলোর অধিকাংশকে করছে বলৎকার এর আস্তানা। প্রশিক্ষণ দেয়া হচ্ছে জঙ্গিবাদের। বহুত ফায়দা হওয়ার লোভ দেখিয়ে নামাজ শেষে মুসল্লিদের জোর করে বসিয়ে রেখে জাল হাদিস গিলাচ্ছে।
যারা আমাদেরকে আমাদের নিজস্ব ভাষায় লিখতে পড়তে ও বলতে দিতে চায়নি অমর ফেব্রুয়ারিতে এসে তাদের প্রজন্ম আমাদের দেশে ক্রিকেট খেলছে। তাদের দেশের নির্বাচন নিয়ে আমাদের দেশের লোকজন হাউকাউ করছে।
৭১ এর হাতিয়ার আরেকবার গর্জে উঠা ভিষণ জরুরী। আমাদের কওমি জননী কি ভাবছেন কে জানে এদের নিয়ে। তবে তাঁর প্রতি আমার বিনীত অনুরোধ অনুগ্রহ করে এদের দমন করুন। না হলে ওদের বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর ষড়যন্ত্র সফল হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



