আমি একটা জিনিস বুঝি নাই সেইটা হইতেসে অন্যের পোস্ট এ কমেন্ট করতে পারার জন্য আমারে কেন আমার লেখা প্রথম পাতাতে আনতে হইবো
এই ৭ দিন এর হিসাব মাথাতে রাইখা মোটামুটি প্রায় প্রত্যেক দিন ই কয়েকবার চেক করতে ঢুকছি কি অবস্থা দেখার জন্য।চারটা পোস্ট ও করসি,যদিও ঐগুলারে খালি পোস্ট করার জন্য পোস্ট করা এইটাও ধরা যায়
কিন্তু কিসের কি আমার এখনকার অবস্থা দেখেন,আমি এখনো ওই বীভত্স নোটিশ টাকে স্বাভাবিক ভাবে দেখে যাইতেসি.হয়তো আমার মতো কিংবা আমার চেয়েও করুণ অবস্থাতে কেউ না কেউ আছেন যে কিনা প্রায় এক মাস ধরে থেকেও কমেন্ট করার চান্স পাইতেসেন না।আমার কথা হচ্ছে এমন টা হবে কেন,কমেন্ট করার অধিকার পাবার জন্য আমারে কেন মডু স্বীকৃত ফাটাফাটি ব্লগার হইতে হবে ,বলেন তো
হয়তো আমার এই লেখাটা পুরাই ফাউল।হয়তো যদি কেউ আদতে পড়ে থাকেন ও তাইলে বিরক্ত হইলেন।তবুও ভাই সামুর এই জিনিসটা আমার কাছে এমন লাগতেসে যে কেউ কেউ স্বীকৃত উচ্চ পরিমন্ডলের লোক,হেরা নিজেগো মধ্যে কথা বার্তা কইবো, খেল তামাশা করবো আর এক শ্রেনীর লোক তাদের কথা খালি শুনবার পারবো,কিন্তু কিছু কইবার পারবো না।
আপাত অর্থহীন এই লেখা দিয়া কাউরে বিরক্ত কইরা থাকলে ক্ষমা প্রার্থী ।যদিও এইটা আদৌ সেই চান্স পাবো নাকি,সেইটাও প্রশ্ন
যদি আসলেই পাইয়া থাকে তাইলে ক্ষমা করার পাশাপাশি বানান ভুল গুলাও ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেইখেন
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৯ ভোর ৬:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




