ব্লগ এ নোটিশ বক্স,ব্লগার এর নাম,প্রোফাইল আর ব্লগার পরিসংখ্যান এর মাঝখানে এই বক্স টা (অনেকটা ফেইসবুক স্টাইল এর বেপার সেপার আর কি) দেখলাম অনেকের ব্লগ এই আছে।কিন্তু আমার ব্লগ এ নাই কেন? আমার ব্লগ এ ভিজিট করা একজন এর কাছ থেকেই এই ছবিটা দিলাম বুঝাবার জন্য। আশা করি উনি এইটা খারাপ ভাবে নিবেন না।এইটা কি টেমপ্লেটস রিলেটেড কিছু,কিন্তু আমাকে তো একটাই টেমপ্লেট দেখায় -স্পেসিও
জিনিসটা খুব ই সিলি কিছু হবার এ চান্স ই বেশি ।তাই চেষ্টা করছিলাম ব্লগ লেখার শর্তাবলী থেকে কিছু জানা যায় কিনা । কিন্তু পাইলাম না
কেউ কি কিছু জানাতে পারবেন ?
অগ্রীম ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




