তবু ও কে কিভাবে বিষয়টাকে দেখতেছেন সেইটা জানতেই লিখা আর কি
জায়গা টা স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এর এলাকার।গত বছরের এই গরুর হাট নিয়ে বিরূপ অভিজ্ঞতার পরে অনেকেই হাট বসার বেশ আগে থেকেই এলাকার অনেকে সেক্টর কল্যাণ সমিতির লোকদের সাথে যোগাযোগ করা শুরু করেন।যা হোক তারা ধারণা দেন এবার কোনো ভাবেই হাট বসবেনা কেননা গতবারের হাট বসার ব্যাপার টা নাকি হাইকোর্ট পর্যন্ত গেছিল তাদের এই আশ্বাসে অনেকেই নিশ্চিন্ত কেননা কাছাকাছি হাট বেশ কয়টাই আছে টঙ্গী সংলগ্ন এলাকা তে,তাই কারো সমস্যা ও হবার কথা না।
না যা আগে থেকে হয়ে আসছে টা বদলাবার নয় এই মন্ত্রে যেন আড়ালে আবডালে অনেকেই বিশ্বাসী।হাট তাই দেখলাম কয়েকদিন আগে সকাল সকাল বসেই গেল।এবার সেক্টর কল্যাণ সমিতির লোকদের গলার সুর ভিন্ন
ঐদিন টিভি তে স্বরাষ্ট্রমন্ত্রীমন্ত্রী নিজেও নাকি বলছেন যে এইভাবে যত্রতত্র হাট বসতে দেয়া হবেনা।তাতে ও কেমনে কাজ হয়না আমি বুঝি না
এখন অবস্থা দেখুন।বাসা থেকে বের হয়ে মেইন রোড এ উঠাই কষ্টকর হয়ে গেছে
বাস্তব অবস্থা ছবির চেয়ে শতগুণে ভয়ংকর
আমার কথা হচ্ছে তাইলে আবসিক এলাকা,মডেল টাউন এই বিশেষণ গুলার মানে কি
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




