ইবে থেকে কিনলে বাংলাদেশে শিপিং এর অপশন থাকেনা বললেই চলে।আমি এই সাইট টা দেখলাম-সস্তা ভাল কিছু ইলেকট্রনিক গেজেট-ট্যাব আছে Click This Link
কিন্তু ওদের ডেলিভারি সেকশনের কথাবার্তাতে একটু ঘাবড়ে গেছি
কারো কি এই ক্ষেত্রে বাংলাদেশ কাস্টমসের পলিসি-কেমন চার্জ করে (ধরেন শিপিং চার্জ সহ গ্যাজেটের দাম ৮০ ডলার-কাস্টমসকে ও কি আবার ৮০ ডলার বা এর কাছাকাছি মত দিতে হবে নাকি
আমি কাস্টমস এর এই ব্যাপারে বলতে গেলে কিছুই জানিনা।তবে দেশে জিনিস আনা, এমনকি বাইরে থেকে চিঠি/ডকুমেন্ট পাবার ক্ষেত্রেও অনেক ভোগান্তির মুখোমুখি হইছি বা অনেককে হইতে শুনছি।যেমন আইট্রিপলই এর স্টুডেন্ট মেম্বার থাকাকালে স্পেকট্রামের কোন কপি ই ঠিক মত পেতাম না! টোফেল/জিআরই এর স্কোর কেমনে জানি ডোভ কুরিয়ার নামে একটা ভুয়া কুরিয়ারের কাছে চলে আসে!ওরা আবার রিসিপিয়েন্টের কাছে টাকা চায় এই বলে যে কাস্টমস থেকে ছাড়ায়ে আনতে অনেক টাকা লাগছে!!
এই ব্যাপার টাতে আপনাদের মতামত চাচ্ছি।অগ্রীম ধন্যবাদ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




