আজ বদরুদ্দিন ওমরের একটা লেখা পড়লাম
একজন সত্যভাষী বামপন্থী হিসেবেই তাকে জানি। সাধারণত দলমত দ্বারা প্রভাবিত হন না।
সেখান থেকে যে বিষয় স্পষ্ট হয় তা হচ্ছে
*আওয়ামী লীগারদের মুখে যুদ্ধাপরাধ ইস্যুটা আসলেই একটা খেলো হয়ে গেছে।
*এই সরকারের নৈতিকতা এমন নিম্ন পর্যায়ে যে জাতীয় স্বার্থে নয় বরং দলের স্বার্থে তারা যুদ্ধাপরাধ ইস্যুটা আনে। আবার তা ভুলে থাকে।
৯৬-০১ সময়ে তারা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারতো। তা করেনি, এখনও তার লক্ষণ নেই।
*যুদ্ধপারীদের সনাক্ত করার ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ।
বদরুদ্দিন ওমরের লেখাটা এখানে
Click This Link
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ১১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




