দুটো ল্যাপটপ কিনবো। একটির বাজেট ৪০ থেকে ৪৮ হাজার টাকা, আরেকটির ৪৫ – ৫০ হাজার। এখন আপনাদের বুদ্ধি-পরামর্শ দরকার।
ল্যাপটপ ব্যবহৃত হবে দৈনন্দিন টুকটাক টাইপ করা, গেম খেলা, সিনেমা দেখা আর ছোটখাটো গ্রাফিক্সের জন্য। তো এরজন্য কোন কনফিগারেশনের কিনলে ভালো হয়, কোন কোম্পানির ল্যাপটপ কিনবো- সেই পরামর্শও চাচ্ছি। এছাড়া ওয়ারেন্টি কারা কেমন দেয় সেটাও জানা দরকার। কোম্পানিগুলোর বিক্রয়োত্তর সেবা কীরকম- তাও জানা দরকার।
আমার ব্যক্তিগত আগ্রহের কনফিগারেশন এরকম-
প্রসেসর – ইন্টেল (সেলেরন, সেলেরন এম, কোর ডুয়ো – মনস্থির করতে পারি নি) ১.৮ গিগাহার্জের বেশি
র্যা ম – ১ গিগা
হার্ডডিস্ক - ১২০ গিগা
মনিটর – ১৪.১ ইঞ্চি
ডিভিডি রাইটার
ওয়ারল্যাস ল্যান
আরেকটি বিষয় - প্রসেসর কোনটি কিনবো? সেলেরন? সেলেরন এম? নাকি কোর ডুয়ো? এগুলোর মধ্যে পারফরম্যান্সের পার্থক্য কতটুকু? যদি ইন্টারনেট সংযোগ নেই, তাহলে স্পিডের ক্ষেত্রে প্রসেসরের কোনো ভূমিকা আছে কি? এছাড়া এই তিন ধরনের প্রসেসরের মৌলিক পার্থক্যটুকুও যদি কেউ বিস্তারিত বলেন, তাহলে উপকৃত হই।
সবার সাহায্য চাচ্ছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


