জোট সরকারের শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী পাবনায় জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় উত্তরবঙ্গের তেল ও বিদু্যৎ এবং সার সংকটের কথা বলতে গিয়ে বয়ান করেছেন, দেশে তেলের কোনো সংকট নেই। সংবাদপত্রগুলো অপপ্রচার চালাচ্ছে। সংবাদপত্রে লেখার পরই তেল ও সারের সংকট দেখা দেয়। মন্ত্রী মহোদয় বলেছেন, দেশে প্রচুর তেল মজুদ আছে এবং সারেরও সংকট নেই। বিদু্যৎ ঘাটতির 'গৌরব' নিজের কাঁধেই বোধহয় নিয়েছেন তিনি। তিনি বলেছেন, "দেশে ব্যাপক শিল্পায়নের কারণে বিদু্যতের চাহিদা বেড়েছে। কিন্তু লোডশেডিং হচ্ছে উৎপাদন বাড়েনি বলে।"
আত্মতৃপ্তির এখানে দুটি কারণে হতে পারেঃ
এক. তিনি এ সুবাদে নিজের 'কর্মদক্ষতা'র গান গাইলেন কারণ শিল্প মন্ত্রণালয় তো তারই দফতর।
দুই. বিদু্যৎ ঘাটতির 'যৌক্তিক' ব্যাখ্যা দিতে পারলেন।
কিন্তু এ কোন ধরনের রসিকতা, জনগণের সঙ্গে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০