
গতবছর এই সময় দারুন উত্তেজনায় কাটছে। সামুর দুইজনরে ফেইজবুকে ফলো করি।
সবার আগে কাজে কল দিয়া কই 'আজকা কামে আইতে পারুম না, আইতে্ কইলে লন্ডন শহরে কুবাকুবি লাইগ্গা যাইবো'। অফ নিয়া বিকালে আলতাব আলির পার্কে বন্ধুদের নিয়া গেনব্জাম করার প্লান করে সেখানে যাই।
পার্ক ভর্তি মানুষ। সবাই আসছে ফ্যামিলি নিয়া। শহীদ মিনারে বি এন পির গেন্জাম, সবাই স্লোগান দিচ্ছে, অনেকের হাতে পতাকা, হাতে তালি দিচ্ছে। একজন আরেক জনরে ধরে কোলা কোলি করছে, ঈদমোবারাক জানাচ্ছে।একদল দেখলাম আপার কুশপুত্তলিকা বাশে টাংগাইছে, অনে্কে পায়ের জুতা খুলে ছুড়ে মাড়ছে, অনেকে জুতা দি্যে বাড়ী দিচ্ছে।
বানানা বোটে করে আসা দেশি ভাইয়েরা আয়া পরছে, ঝাল মুড়ি বেছতে। মামা ভালো কইরা বানান, ২ টাকার ঝাল মুড়ি আজকা আপনারে ৫টাকা দিমু। মুড়ি খাইতে খাইতে ভীর ঠেইল্লা ডাইনে গিয়া বায়ে গিয়া দেখি আরেকদল গেন্জাম করতাছে।আমিতো ভাবছিলাম সারা পার্কই বি এন পি র লোকজনে ভরা, পরে বুজলাম এরা শিবির গ্রুপ, মনডা কেন জানি খারাপ হয়া গেলো। এই হালারাতো ভালই জমাইছে।এত্তো সব ইয়াং পোলাপাইন শিবির করে?! একটু আশ্চর্য হইছি।দেশে অবশ্য 'জেডি' খাওয়া পোলাপাইনও দেখছিলাম,কয় দাড়িপা্ল্লা্য ভোট দিব! এই চিন্তায় বাধা পড়লো, কেজানি কোনা কান্চিতে গান্জা টানতাছে। গন্ধে মঔ মঔ এলাকা। গেলাম ঐদিক্বে যদি ব্লাকে দুইডা টান ,,,

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


