
জুলাইয়ের গণঅভ্যুত্থানে সবচেয়ে যে জিনিটা আমি গুরুত্বপূর্ন মনে করি তা হলো 'বাক স্বাধীনতা' ফিরে পাওয়া।এই পাল্টানো সময়ে ডর ভয়ের সংস্কৃতি আর ফিল করি না এখন। এক্টা সময় ছিল, ভয়ে মনের কথা বলতে চাইলেও বলতে পারতাম না।তবুও মাঝে মাঝে টুকটাক পোস্ট দিতাম,কমেন্ট করতাম,তাও খুবই কম।
নিক ব্যান খাইতাম কেমনে?
এক্টা সময় ছিলো যখন চেতনাজীবী সিন্ডিকেট ব্লগাররা কোন্ কোন্ নিক ব্যান করতে হবে তার একটা লিস্ট করতো, আর মডুরা ঐসব লিস্ট ধরে ধরে ব্যান করে দিত। ছোট খাটো ভুল করলেও ব্লগের নানা ধারার আইন দেখায়া নিক ব্যান খাইতো। আমার তিন চারটা নিক ব্যান খাইছিল। এর মধ্যে এক্টা অবশ্য জেনুইন কেইসে ব্যান খাইছে।
আসল কথায় আসি। পোস্টে যে ছবিটা দিছি, তা আমার কোন এক্টা ব্যান খাওয়া নিকে একসময় সামুতে পোস্ট দিয়া চেতনা ব্যাবসায়ীদের কইছিলাম এমন সময় আসবে যখন আপায় এভাবে পালাবে। এখন এক্টু খুশী খুশী লাগে আপায় সত্যিসত্যি অনেকটা এভাবে পলায়ইছে। আবার সামুর এক আপা ব্লগের মাল্টি নিকেরে একটা আইডিয়া দিছিলাম, পরে দেখি ঐ আইডিয়ায় 'সুরংগ' মুভি হইছে। আমার ধারমা যে ভাই মুভিটা বানাইছে তা সামু থেকে নেয়া আমার আইডিয়া
আপায় যেভাবে চপারে কইরা পলাইছে, আর যে ভাই 'সুরংগ' মুভি করছে এ দুইটার ইন্ট্যালেকচুয়াল প্রপার্টি আমার।দুইটাই আমার আইডিয়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


