
ইউনূস স্যারের এবারের আমেরিকা ভিজিট নিয়া অনেক হৈ চৈ হইতাছে। পরাস্ত লীগের ডিরেক্ট বেনেফিসিয়ারীরা এর মূল ক্রীড়নক।লন্ডনে, দেশে,সামুতে, এরা দারুনভাবে সক্রিয়। এস আলমতো আছেই, লুটের টাকার ব্স্তা লয়া।'লাগে পাঁচশো নে হাজার'। আমেরিকায় কারা গেন্জাম করছে তা জানতে হলে আমার আজকের পোস্ট পড়ুন
স্কুলে থাকতেই গগনলাল এলাকায় আধিপত্য বজায়া রাখতো,পোলাপইনের এক্টা গ্রুপ চালাইতো।ছেলে ভালো, বাকের ভাই টাইপের মাস্তান, পড়াশুনায় মন নাই। একবার এক গেন্জামে ক্ষুর/নাইফের 'পাড়' খায়া আমার বাসায় পলায়াছিলো বেশ কিছুদিন।দুই মহল্লার গেন্জামে উত্তেজনা বশত 'কাটা' দিয়া গুলি করে একজনকে।পা্ল্টা ধাওয়া খায়া যে পিছে পরেছিলো সে কাছের এক বাড়ীতে ঢুকে দরজা লাগায়া দেয়।গগনলাল আর তার সংগী দরজায় কিছুক্ষন লাথি দিয়ে না ভাংতে পেরে ফিরে যাচ্ছিল।গগনলাল ফেরার পথে তার সংগীর সাথে কাটা দেখে চিল্লায়া উঠে 'তোর লগে মেশিন আছে আমারে কইলি না কেন?'এ বলে আবার ফিরে যায় বাড়ীর দিকে, এবার 'কাটা'র বাট দিয়া বাড়ি দেয়,জানালা খুলে যায়, তাক করে গুলি। ফেরার পথে হি রিয়ালাইজড, হোয়াট হেভ আই জাস্ট ডান?!
পলায়া আপার দেশের কোলকাতায় চলে যায়। আমিও দেশের বাইরে, যতটুকু পারলাম সাপোর্ট করলাম। অনেকদিন পর দেখা হলে একশনের বিশদ বর্ণনা শুনি।তখন অলরেডি এলাকায় আবার ফিরে গেছে।এলাকায় বিশাল রেস্পেক্ট,এমনিতে জনসেবামূলক কাজ করত।ফেরার পরে আরো বেশী জনপ্রিয়।দেশের আদালতের কাহিনী জানলাম তখন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


