সবকিছুই স্বাভাবিক আছে।
চড়ুই পাখির কিচির মিচির
চকবাজারে রোজাদারের ভীড়
রেডিও টিভিতে জয়ধ্বনি
সবকিছুই আছে, চলছে অতি স্বাভাবিকভাবেই।
উন্নয়ন, জোয়ার, মাঠ ভর্তি লোক, বিশাল মন্চ, রাজকীয় চেয়ার
গগন বিদারী শ্লোগান,
মুঠো ভর্তি দান খয়রাত
পদতলে পিষ্ট হওয়া জাকাতি
ঝলমলে শপিংমল
তপ্ত কংক্রিটে ঘাম বেঁচতে দাড়িয়ে থাকা শ্রমজীবি
পতাকা লাগানো দামী গাড়ী গুলোর সাঁ করে চলে যাওয়া
সুগন্ধী ললনার রাস্তা ছুয়ে ছুয়ে যাওয়া শাড়ীর আঁচল
কি নেই, সব কিছুই আছে,
সব কিছু স্বাভাবিকভাবেই আছে।
পদক, ডিগ্রী, তোষামোদী, দোতলা রাস্তা সবই আছে এখন এই দেশে।
গভীর অন্ধকার ভেদ করে ভেসে আসা কোন এক স্ত্রীর বুকফাটা আর্তনাদ
অসহায় বালিকার ‘বাবা ফিরে আসো’ বলে হাহাকার
সবকিছুই আছে, অতি স্বাভাবিকভাবেই আছে।
আটলান্টিকের সবটুকু নোনা জল তবুও কেন যেন
আটকে যায় সেই একটি অডিও ক্লিপে
কোনভাবেই আর বের হতে চায় না,
বিশ্বাস করুন, ওইটুকু ছাড়া আর
সবকিছুই আছে, স্বাভাবিকভাবেই আছে!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৮ ভোর ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




