আমরা তার নাম দিয়েছিলাম 'ময়না'। এটা আসলে একান্নবর্তী নাটক দেখার প্রভাবে...
ময়না আমাদের কাছে আসবে, অনেক লম্বা একটা জার্নি করে। আমরা তো খুব খুশি, সে আসলে যাতে তার কোন কষ্ট না হয় সে জন্য আমরা প্রস্তুতি নিতে থাকলাম। কাপড়, থাকার জায়গা থেকে শুরু করে আরো সব জিনিস পত্র যোগাড় করার পরিকল্পনা ও করে ফেললাম।
ময়না কে সাথে করে নিয়ে আসছিল ওর মা। রাস্তা তে ওর মায়ের শরীর খারাপ হয়ে যাচ্ছিল প্রায়ই, কিন্তু ঠিক মতোই আসছিল ওরা দুজন।
মোটামুটি এক তৃতীয়াংশ রাস্তা চলে আসার পর ময়নার মায়ের শরীর বেশ খারাপ লাগার কারণে ডাক্তারের কাছে যেতে হলো। ডাক্তার ভালো করে পরীক্ষা করলেন, টেস্ট করতে দিলেন। টেস্টের ফলাফল দেখে ডাক্তার জানালেন যে, ময়না তার জার্নি শেষ করতে পারবেনা, ওকে ফেরত যেতে হবে।
যেহেতু ময়নার মা কোন অস্বাভাবিক কিছু অনুভব করছিলো না, তাই সে অবিশ্বাস করলো, অন্য ডাক্তারের কাছে যাবার চিন্তা করলো। কিন্তু শুরু হয়ে গেলো ভাংগা-ভাংগির খেলা, ময়না ফেরত চলে যাওয়ার জন্য প্রচন্ড চাপ সৃষ্টি করলো ওর মায়ের উপর। এবং দুই দিনের মধ্যে ময়না ওর মায়ের শরীর থেকে বের হয়ে ফেরত চলে গেলো।
আসি আসি করে ময়না ফাকি দিয়ে চলে গেলো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




