যারা জিপি ইন্টারনেটের পি৫ (৩ গিগা) অথবা পি৬ (১ গিগা) ব্যবহার করেন আর ৩০ দিনে ব্যবহারের পরিমান ১ গিগার বেশি কিন্তু ৩ গিগার কম তাদের জন্য এই হিসাব।
৩০ দিন সময়ের মধ্যে যদি আপনার লিমিট শেষ হয়ে যায়, তাহলে পরবর্তী প্রতি কিলোবাইট ব্যবহারের খরচ ০.০০০২ টাকা
আর ৩০ দিন পার হয়ে গেলে পরে প্রতি কিলোবাইট ব্যবহারের খরচ ০.০২ টাকা
তথ্যসূত্র
৩০ দিন সময়ের মধ্যে বাড়তি ব্যবহারের খরচ
প্রতি মেগাবাইট ০.০০০২ * ১০২৪ = ০.২০৪৮ টাকা আর
প্রতি গিগাবাইট ০.২০৪৮ * ১০২৪ = ২০৯.৭১৫২ টাকা
লক্ষ করুন, এই খরচ কিন্তু মূল প্যাকেজের থেকে কম, পি৫ প্রতি গিগাবাইট খরচ ২৩৩.৩৩ টাকা আর পি৬ এ এক গিগাবাইট ৩০০ টাকা।
পি৬ ব্যবহার করে আপনি ৩০ দিনের মধ্যে ৭০০ টাকায় ব্যবহার করতে পারবেন :
৩০০ টাকা প্রথম এক গিগাবাইটের জন্য
পরবর্তী ৪০০ টাকায় ৪০০/০.২০৪৮ = ১৯৫৩.১২৫ মেগাবাইট
সর্বমোট ১০২৪+১৯৫৩.১২৫ = ২৯৭৭.১২৫ যা কিনা পি৫ এর তুলনায় মাত্র ৫৮.৮৭৫ মেগাবাইট কম।
সুতরাং, আমার পরামর্শ হলো
১। পি৫/পি৬ এর লিমিট ৩০ দিনের মধ্যে শেষ হলেও ৩০ দিনের আগে নবায়ন না করা
২। যদি কারো ৩০ দিনে ব্যবহারের পরিমান ২৯৭৭ মেগাবাইটের কম হয়, তাহলে পি৬ ব্যবহার করা, সেক্ষেত্রে কম ব্যবহারে আপনার টাকা বাঁচবে
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১১ রাত ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




