কখনো ধর্মের নামে কখনো ভাষার নামে , কখনো জাতীস্বত্বার নামে বা কখনো গণতন্ত্রের নামে কখনো সমাজতন্ত্রের নামে বা কখনো জঙ্গীবাদের নামে সারা বিশ্বের মানূষ অকাতরে জীবন দিয়ে যাচ্ছে।
আরা তার সুবিধা নিচ্ছে বহুজাতীক কোম্পানীগুলো ।
তাদের ব্যবসায়ীক ফায়দা আদায় করার জন্য এমন কোন হীন কাজ নেই যে ঐ কোম্পানীগুলো করতে পারেনা।
ষড়যন্ত্র করে ফাঁদ সৃষ্টি করে তাদের পণ্যের অবাধ সুযোগ করে নেয়। আর এই অরাজকতায় সাধারন মানূষ ভয়ে আতংকে নিজের সীমানা সংকুচিত করে ,ভাগ্যের উপর ছেড়ে দিয়ে বর্ধিত মূল্যে সেবা গ্রহন করতে বাধ্য হয়।
মাঝে মাঝে মানূষ ফুসে উঠে শাহবাগ সৃষ্টি হয় । তারপর শুরু হয় আফসোস ''হায়'' কি করলাম এর জন্যই কি আন্দোলন । উতফুল্লতা ফুরিয়ে যেতে সময় লাগে না।
শাহবাগ থেকে আমার প্রত্যাশা , তার প্রাপ্তি যেন কোন সুবিধাবাদী
ও সুযোগ সন্ধানীরা ফায়দা নিতে না পারে।
ইতিহাস তাই স্বাক্ষীদেয় ধীরে ধীরে বিভিন্ন ষড়যন্ত্রের কবলে পড়ে অনেক মহদ উদ্যোগ ধ্বংস হয়ে গেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




