আগে একটুকু ধারণা ছিলনা কেন হার্ট ফেল করে? পরীখকার ফেল রিকোবার করা যায় কিন্তু হার্ট ফেল করলে তা সহজে ঠিক করা যায় না ।
আমার বন্ধু পড়া লেখার জন্য বাইরে থাকে, ত কিছু দিন আগে দেশ আইছে করন হইল ওর বাবার হার্ট এট্যাক হইছে, বাই পাস আসরোপাচার করা লাগবে ।
ত এ থেক শুরু হল হার্ট এট্যাক সম্বপর্কে জানার আগ্রহ, ত একদিন গুগোলে সার্চ দিয়ে বেসিক কিছু তথ্য পাইলাম । যদিও অনেক কিছু ছিল তবুও এত আগ্রহ নিয়া পড়ি নাই ।
ত কাল ঘঠনা ক্রমে ঔ বন্ধুটার সাথে দেখা, তখন বটে জানলাম মানুষের হার্ট হইল একটা করিয়ার সারভিসের মত, রগ হইল বিশ্বরোডের মত একটা রাস্তা আর রক্ত হইল যানবাহন ।
রাস্তাতে যেমন ভাল ভাবে চলা ফেরা করা যায় যদি রিক্সা না থেকে আর সব যানবাহন যদি একটা নির্দিষ্ট গতি মেনে চলে ।
হার্ট ও কাজ করে একি ভাবে, রক্তে চিনি বা দুষনের পরিমাণ অতিরিক্ত হল রাস্তার রিক্সার মত । যানজোটের মত রক্তের অক্সিজিন সরবারহের কাজে বিগ্ন ঘটে ।
গাড়িতে "জরুরি সংবাদপত্রের কাজে নিয়োজিত" লিখা থাকলে যেমন নিশ্চয়তা পাওয়া যায়, রক্তের কিন্তু এমন নিশ্চয়তা দেবার মত কোন ডাইলগ নাই।
ত যেটা বলছিলাম, হার্ট হইল একটা কোরিয়ার সারভিস মত, এর কাজ হল তদারকি করার আর নতুন নতুন কাজের নির্দেশনা দেওয়া ।
যেমন ধরুন,
"ও ই হালা রক্ত (যানবাহন) ব্রেনের পিজ্জা লাগব, পিজ্জা ডেলিবারি দিয়ে আয় তারাতারি "...
ত আমার বন্ধুরে জিগাইলাম তাইলে এই হার্ট এট্যাক হয় কেন ?
এই নানান ডেলিভারির কাজের জন্য হর্টের ৩/৪ টা রগ (রাস্তা) আছে, যেগুলো দিয়া রক্ত ঘুড়াঘুড়ি করে, ধরতে পারেন হার্ট হইল একটা রিফুইলিং স্টেশন + নতুন কাজ নিবার স্থান ।
এই যে ৩/৪ টা রাস্তা দিয়ে যানবাহন (রক্ত) গুলো আসছে, যদি একটা রাস্তার মুখে রিক্সা ডুইকা পরে ত কি হইব বুজতেই পারেছেন । ত এই রক্তে থাকা ময়লা আর চিনি ড্রেনের মুখ বন্ধ করার মত অবস্থা করে ফলে । আর এভাবে আপনার হার্টে প্রয়োজোনীয় যানবাহন না পেয়ে পার্ফরমেন্স হারাতে থাকে ।
এভাবে অনেক দিন চলতে থাকলে আপনার হার্টে আসার সবগুলো রাস্তায় একে একে ময়লা বা রিক্সায় ভরে যেতে পারে । ত এভাবে চলতে থাকলে একসময় জোর করে রক্ত (যানবাহন) চলার চেস্টা করলেই ঘটে বিপত্তি, বুজতেই পারছেন গাড়ি রিক্সার সাথে লাগলে কেমন লাগে । ত ভেংগে যেতে পারে রাস্তা ঘাট (রগ) আর তখনই হবে আপনার হার্ট এট্যাক ।
বাচার উপায় --
ব্যায়াম করুন, কম খান, কমল পানীয় পরিহার করুন, উগ্রো পানীয়ও পরিহার করুন, হাসুন আর হাসান তা হলেই ভাল থাকবে আপনার ভিতরে সুপ্ত কোরিয়ার সার্ভিস ।
হার্ট ফেল এর কাহীনি শুনতে শুনতে হার্ট এ ব্যাথা অনুভুব করছি 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১১টি মন্তব্য ১১টি উত্তর
আলোচিত ব্লগ
বিজয়ের আগে রাজাকারের গুলিতে নিহত আফজাল

ঘটনা স্থল গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার উড়িয়া ইউনিয়নের গুণভরি ওয়াপদা বাঁধ।
১৯৭১সালের ১৬ই ডিসেম্বরের কয়েক দিন আগের ঘটনা। আফজাল নামের ভদ্রলোক এসেছিলেন শ্বশুর বাড়ি বেড়াতে। আমাদের পাশের গ্রামেই তার... ...বাকিটুকু পড়ুন
৫৫ বছর আগে কি ঘটেছে, উহা কি ইডিয়টদের মনে থাকে?

ব্লগের অনেক প্রশ্নফাঁস ( Gen-F ) ১ দিন আগে পড়া নিউটনের ২য় সুত্রের প্রমাণ মনে করতে পারে না বলেই ফাঁসকরা প্রশ্নপত্র কিনে, বইয়ের পাতা কেটে পরীক্ষার হলে নিয়ে... ...বাকিটুকু পড়ুন
নিজামী, মুজাহিদ, বেগম জিয়াও বিজয় দিবস পালন করেছিলো!!

মুক্তিযুদ্ধ চলাকালে বেগম জিয়ার মুরগী মগজে এই যুদ্ধ সম্পর্কে কোন ধারণা ছিলো না; বেগম জিয়া বিশ্বাস করতো না যে, বাংগালীরা পাকীদের মতো শক্তিশালী সেনাবাহিনীকে পরাজিত করতে পারে;... ...বাকিটুকু পড়ুন
১৯৭১ সালে পাক ভারত যুদ্ধে ভারত বিজয়ী!

দীর্ঘ ২৫ বছরের নানা লাঞ্ছনা গঞ্জনা বঞ্চনা সহ্য করে যখন পাকিস্তানের বিরুদ্ধে বীর বাঙালী অস্ত্র হাতে তুলে নিয়ে বীরবিক্রমে যুদ্ধ করে দেশ প্রায় স্বাধীন করে ফেলবে এমন সময় বাংলাদেশী ভারতীয়... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা গান্ধীর চোখে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ-ভারত-পাকিস্তান সম্পর্ক: ওরিয়ানা ফলাচির সাক্ষাৎকার থেকে

১৯৭২ সালের ফেব্রুয়ারি মাসে ইতালীয় সাংবাদিক ওরিয়ানা ফলাচি ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সাক্ষাৎকার নেন। এই সাক্ষাৎকারে মুক্তিযুদ্ধ, শরনার্থী সমস্যা, ভারত-পাকিস্তান সম্পর্ক, আমেরিকার সাম্রাজ্যবাদী পররাষ্ট্রনীতি এবং পাকিস্তানে তাদের সামরিক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।