যারা কমবেশি নেট এ আয় বিষয়ে ঘাটাঘটি করেন তাদের কে আর paypal moneybookers
alertpay, etc. এবং amzon,ebay etc. সম্পর্কে বেশি কিছু বলতে হবে না
শুধুমাত্র যারা নতুন তাদের কে বলি যে প্রথম সাইটগুলো অনলাইন ব্যাংকিং আর পরের গুলো হলো
অনলাইন সপ(বাজার)। কিন্তু গত দুই-তিন মাস থেকে নতুন আর একটি সাইট এর নাম শুনা যাচ্ছে
সেটি হলো paybox.me
এর বর্তমান সুবিধা গুলো হল
১। এক্যাউন্ট খুললে পাবেন ২৫$
২। প্রতিদিন আপনার ব্যালান্সে যোগ হবে ২০$
৩। আপনি কাউকে রেফার করলে পাবেন ১০$
আপনাকে যা যা করতে হবে ঃ
১। প্রতিদিন লগিন করতে হবে
২। প্রতিদিন survay সম্পন্ন করতে হবে
৩। এবং তাদের বল্গ পড়তে হবে
এখন অনেকে হয়তো বলতে পারেন যে সাইটটি কি ভুয়া নাকি ?
আমার উত্তর হচ্ছে আমি অনেক ব্লগ সাইটে paybox.me এর বিষয়ে অনেক পড়েছি যে তারাও
সঠিক তথ্য টি দিতে পারেনি বা দিতে চায়নি, কেউ বলে এটি স্কাম কেও বলে এটি একটি নতুন
সার্ভিস যেটি একসাথে অনলাইন ব্যাংকিং এবং অনলাইন সপ (বাজার) এর সার্ভিস চালু করতে যাচ্ছে ।
আর আমার মতে এটা যদি করে তাহলে এটা একটা অনন্য সার্ভিস হবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই
বিশেষ করে বাংলাদেশের জন্য আর paypal এর জন্য অপেক্ষা করে থাকতে হবে না ।
আর আমি এদের পরীক্ষামুলক অনলাইন shop টি ব্যবহার করেছি (এখন বন্ধ আছে) নিসন্দে একটি
পূর্নাংগ সাইট ।
আর আমার শেষ কথা হল অনেকে তো অনেক সাইটে সময় কাটান , তো এই সাইটে কিছু সময় কাটান
না । যদি সার্ভিসটি চালূ হয় তত দিনে হয়তো আপনার ব্যালান্স ২০০-৩০০$$ হয়ে যবে মানে
খালি খালি কিছু $$ পেতেও পারেন
আর কারো যদি এই সাইটটি সম্পর্কে বেশী কিছু জানা থাকে তাহলে আবশ্যই সঠিক তথ্যটি দিয়ে
আমাদের সাহায্য করবেন আশা করি।
এই সাইটটি এক্যাউন্ট খুলতে paybox.me
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০১০ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




