
ছবি ব্লগ প্রতিযোগিতায় এটা আমার দ্বিতীয় পোস্ট।
আমার এই ছবিগুলো বিভিন্ন সময় আমার ফেবু আইডিতে পোস্ট করে ছিলাম। প্রিয় কিছু গানের পঙক্তি যোগ করা আছে ছবির সাথে। ছবির সাথে পঙক্তিগুলোর খাপ খাওয়ানোর কোন চেষ্টাই করিনি।
আমার বাড়ির ছাদের টবে অবহেলিত এক ফুল।

আমার তোলা প্রথমদিককার একটা ছবি।

বিখ্যাত শিমুল বাগানের পাশেই এক পলাশ গাছ।

আমার বাড়ির ছাদের আগাছা।

আগাছার মত বেড়ে উঠা ঘাস ফুল।

চোখে সর্ষে ফুল দেখেই(!) ক্যামেরায় ক্লিক।

ভুটানের কোন পাহাড়ি বনফুল, ঝোপে ফুটে, খুব বেশি সুন্দর না, সুন্দর গন্ধ ও নাই কিন্তু, নিজের আপন ভুবনে, পরিবেশে সে অসাধারণ। ছবিতে যা আনতে পারিনি।

এটাও ভুটানে তোলা।

ভুটানে কোন এক কফি হাউজের দেয়াল জুড়ে।

ভুটানের কোন বনফুল।

আমার বাগানে এক কালে।

সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০২১ বিকাল ৪:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


