একজন মানুষের মাঝে দেশপ্রেম, সততা, আন্তরিকতা, চেষ্টা ও কাজের প্রতি নিষ্ঠা থাকলে মাত্র ৫ বছরের মধ্যে কিভাবে একটা শহরকে বদলে দিতে পারে তার উজ্বল দৃষ্টান্ত রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী এখন পরিষ্কার ঝকঝকে, আলোকিত, সবুজ এবং বসবাসের জন্য আদর্শ শহর!
দৃষ্টিনন্দন রাজশাহী শহর!
"আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে পদত্যাগ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) দুইবারের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। রবিবার (২১ মে) বিকালে তিনি পদত্যাগ করেন।
২০১৮ সালের ৩০ জুলাই রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন খায়রুজ্জামান লিটন। রাসিকের রাজস্ব খাতে প্রায় শত কোটি টাকা ঋণের বোঝা নিয়ে ২০১৮ সালের ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ২০২৩ সালের ২১ মে সিটি করপোরেশনের রাজস্ব খাতের তহবিলে প্রায় ৪০ কোটি টাকা উদ্বৃত্ত রেখে পদত্যাগ করলেন এই মেয়র।"
সবুজ রাজশাহী শহর!
বাংলা ট্রিবিউন
২২ মে ২০২৩
ছবি- গুগল