তো যা লিখেছি আরকি শিরোনাম এ... আমি হলাম এমন একজন মানুষ, যে কিনা কোনো কিছুতেই খুশি হয় না... আমি মাঝে মাঝে মনে করি যে, এই জিনিসটা যদি আমি পাই বা আমি যদি এই কাজটা করতে পারি, তাহলে i'll b happy! Well, to be very precise, lemme tell u a very recent story...
আমি আমার boy-frnd এর সাথে দেখা করার জন্য পাগল হয়ে যাচ্ছিলাম... আমি থাকি ঢাকায় আর সে থাকে South India-এ... So, খুব strongly decide করলাম যে আমি পহেলা বৈশাখ এ সকালের flight এ কলকাতা যাব... ও ৩৫ ঘন্টার train journey করে কলকাতা আসবে...সারাদিন একসাথে ঘুরব... মজা হবে... ও ঢাকা থাকলে আমরা পহেলা বৈশাখ যেভাবে কাটাতাম... এবার কলকাতা গিয়ে ঠিক তাই করব... এবং মা-কে কিছুই জানানো যাবে না!!!
অনেক বড় risk.... বাসায় যদি কোনোভাবে টেড় পায়, তাহলে সারাজীবনের জন্য আর বাসার বাইরে পা ফেলতে হবে না!!!
তো, টাকা জোগাড় করলাম... ১৪ হাজার টাকা আমার একদিন শুধু ওখানে যাওয়ার আর আসার খরচ... আপনাদের কাছে হয়ত মনে হচ্ছে যে, এটা আর এমন কি... কিন্তু, আমি হলাম student... part-time কোনো চাকরি বা কিছুই করি না... so, এই টাকাটা জোগাড় করা আমার জন্য খুব কঠিন ছিল... কিন্তু কিভাবে কিভাবে যেন হয়ে গেল... এরপর হল visa!!! আপনাদের সবার Indian Embassy face করার horrible experience হয়েছে কিনা জানিনা... কিন্তু আর কোনো দেশের embassy এরকম অমানুষিক কষ্ট দেয় বলে আমার জানা নেই!!! ৪-৫ ঘন্টা রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়... অনেকে আবার আগের দিন রাত থেকেই লাইনে দাঁড়িয়ে থাকে!!!
আমি গেলাম সকাল ৭টায়... এবং যখন দেখলাম যে মেয়েদের লাইন এর অবস্থা, আমার মনে হল যে আমি তখনই ঠাস করে পড়ে যাব!!! তো, আমি সাহস করে গিয়ে লাইন এ দাড়ালাম... এবং এই অমানুষিক গরমে ৪:৩০ ঘন্টা রোদে দাঁড়িয়ে থাকার পর আমি ভিতরে ঢুকলাম... এবং তখন তারা আমার কাগজ-পত্র দেখে কি বলে জানেন??? বলে যে, আমাকে ভিসা দেওয়ার সম্ভাবনা খুব-ই কম... কেননা মাত্র ১ মাস আগেই আমি India থেকে ঘুরে এসেছি... !!!!!!!!!!
আচ্ছা বলেন দেখি, আমার জাগায় যদি আপনি ৪:৩০ ঘন্টা, ঐ কাক মরা রোদে দাঁড়িয়ে থেকে, ধাক্কা-ধাক্কি করে, মানুষের ঘামের গন্ধ সয্য করে ভিসার কাগজ জমা দিতে যেতেন, আর তখন আপনাকে তারা বলত যে, আপনার ভিসা হবে না, কি করতে ইচ্ছা করত??? আমার তো তখন ইচ্ছা করছিল, ওই ব্যাটার মাথায় বাড়ি দিয়ে মাথাটা ফাটায় ফালাই!!!
যাই হোক... তাও দিলাম জমা... ১৪তারিখে যাওয়ার কথা চিন্তা করেছিলাম,তারা আমাকে বলল যে, আমার পাসপোর্ট ফেরত দিবে ১৩ তারিখে... এর মানে হল যে, আমি যদি ১৪ তারিখে যেতে চাই, আমাকে তার আগেই প্লেনের টিকেট কাটতে হবে!!! আর ১৩ তারিখে office-hour শেষ হওয়ার পড়ে Indian Embassy আমার পাসপোর্ট ফেরত দিবে...
আমার জেদ চাপল যে, ১৪ তারিখেই যাব... ১৩ তারিখেই টিকেট কাটব... without even knowing যে, আমি ভিসা পেয়েছি, কি পাই নি!!! আরো মজার ব্যাপার হল যে... আমার "উনার" যাত্রা শুরু করতে হবে আমি পৌছানোর ২ দিন আগে... well, he was just coming blind!!! কি মজা না????
শেষে আমরা ২ জন কথা বলে ঠিক করলাম যে, এই ভাবে gamble করাটা ঠিক হবে না... তারচেয়ে এক কাজ করা যাক যে, আমি ২/৩ দিন পরেই যাই... তারপর আমি আবার চিন্তা করতে শুরু করলাম যে, এত্তোবড় risk নেয়াটা ঠিক হবে না... তারচেয়ে এক কাজ করা যাক... আমার উনি-ই আসুক ঢাকায়... ৬/৭ দিন থাকবে... অনেক সময় কাটানো যাবে একসাথে... এবং এখন এই plan এর ওপরই we r working!!!!
তো, বুঝতেই পারছেন যে, আমার decision change হতে খুব সময় লাগে না...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।






