থ্যাংকস প্রাকৃত!
একে লেখালেখির হাত নেই তার ওপর বাংলা লিখতে পারতামনা।নিজের ভাষার অক্ষর!একটু চেষ্টা নিলাম এবং শিখে গেলাম।যোগ দিলাম আপনাদের সাথে।দেখি কী লিখতে পারি,কী শেয়ার করতে পারি।
আজ মহান বিজয় দিবস।ইচ্ছে ছিল এইদিনটি নিয়ে কিছু একটা লিখি।গোবর পোড়া মাথায় কিছুই এলনা
ওমা!এদেশেও দেখি প্রাক্তন প্রেসিডেন্ট বুশের অন্ধ ভক্ত আছে!যার দরুণ দুইটা মাইনাস খাইলাম।মাইনাসে দুঃখ নাই।দুঃখ ওই জালিমেরও ভক্ত আছে তা দেখে!
থাক বিষয়টা।আসুন আপনাদের সাথে পরিচিত হই।
আমি কিন্তু ভাই p4 পাবলিক।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৯:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




