নামটা অদ্ভুত তাইনা ?
ফিনল্যান্ডের সবকিছুর নামই এমন অদ্ভুত টাইপের। লন্ডনকে এরা বলে লন্টু, জার্মানীকে বলে সাকসা !!
যাইহোক, তামপেরে ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকি থেকে ২০০ কিলোমিটার দূরে অবস্থিত। বেশ সাজানো গোছানো পরিচ্ছন্ন একটি শহর। গত পরশু সকল বন্ধুরা মিলে গিয়েছিলাম ঘুরতে,সারা দিন-রাতের প্ল্যানিং নিয়ে। সেদিনের তোলা কিছু ছবি নিয়েই এই টপিক।
আপাতত এই ছবিটা আমার ল্যাপির ব্যাকগ্রাউন্ড ।
এই চাদটা ধরার অনেক চেষ্টা করেছি। কিন্তু কিন্তু ঘন্টায় ১৫০ কিমিতে চলা গাড়ি থেকে লো-লাইটের কোন শট নেওয়ার কাজটা যে কতটা বিরক্তিকর সেটা আর বলার অপেক্ষা রাখেনা।
এমন নির্জন মাঠে মানুষ কিভাবে থাকে সেটাই মাথায় আসেনা।
ফিনল্যান্ডের সবচেয়ে উচু টাওয়ার।
টাওয়ার থেকে তোলা তামপেরে শহরের একটা এরিয়া...
পথে যেতে যেতে এমন টিলার মত পাহাড় পড়বে অসংখ্য
এবারে ল্যান্ডস্কেপ !
পথ থেকে পথে ছুটে চলা
পথ ২
রাত ৯ টার আকাশ ! ফিনল্যান্ডে (নরডিক দেশগুলোতে) সামারগুলো এমনই। রাত হয়না।
ফিরে আসা....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


