FJ shadin
সল্প একটু ভালবাসা দিও,
শীতের সকালে মিষ্টি রোদ হয়ে
তোমাকে মুগ্ধ করব...!
অল্প একটু ভালবাসা দিও,
একলা নিঝুম রাতের জোঁৎসা হয়ে
তোমায় পোড়াব...!

সল্প শীতল শিশিরস্নাত হলদে ঘাসফুল হয়ে
তোমায় আলতো ছোঁয়া দিব...!
একটু ভালবাসা দিও,
কুয়াশার মত শীতল হয়ে প্রতিটি রাতে
তোমার কষ্টগুলো শুষে নিব..!
একটু ভালবাসা দিও,
জেঁগে থাকা অক্ষিকোটরে
কাজলরেখা হয়ে পড়ে থাকব নিরন্তর...!
একটু ভালবাসা দিও,
অস্থির আঁখিপ্লবের থেকে আরো বেশি চঞ্চল হয়ে
তোমার সাথে মরোনাত্তোর...!
একটু ভালবাসা দিও,
আমার জড়তাগুলো রেখে আসব
তোমার ভয়ংকর সুন্দর সমুদ্রের মাঝে...!
একটু ভালবাসা দিও,
কোনএক অস্পষ্ট অনুভূতি হব
তোমার
হঠাৎ আবেগী চুম্মনের কাছে...!
একটু ভালবাসা দিও,
"একটি পাখি চারটি পাখি তিনটি পাখি"
ফিসফিস করে বলব ঘুম ভাঙ্গা কোন রাতে....!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


