কয়েক দিন ধরে ল করছি অনেকেই অশ্লীলতা ..শ্লীলতা নিয়ে খুব ব্যস্ত হয়ে পড়েছেন । কিন্তু কেন ???
অশ্লীলতা কি ?? এটা ব্যাখ্যার ব্যপার এক এক জনের কছে ব্যাখ্যা এক এক রকম । আমি যত টুকু পোশাখ কে অশ্লীল বলব আপনি হয়ত তার থেকে অনেক কম পোশাখকেও অশ্লীল বলবেন না । আপনি যে কথাকে সঠিক মনে করেন অন্যের কাছে হয়তো এটা চরম অশ্লীলতা । এই আবস্থায় আমরা কি করতে পারি ???? আমার মনে হয় নিজের থেকেই এর সমাধান দেওয়া যায়
আমার পরিচিত একজনার ডিশ চ্যনেল নিয়ে ভোর আপত্তি ছিল কারন অনেক চ্যনেলই অশ্লীলতার দায়ে দায়ি যা আমাদের সমাজকে নষ্ট করে ফেলছে.. এজন্য তিনি প্রতিমাসেই কয়েকটি চ্যনেল বন্ধ করার কথা বলতে চাইতেন যদি ও আজ পর্যন্ত তা বলতে পরেনি । কিন্তু আমার পরামর্শ হল ডিশে ও আরো অনেক (52টি) চ্যনেল আছে সুতারাং আপনি অশ্লীল চ্যনেল গুলো বাদ দিয়ে দেখতে পারেন । তাহলেই তো আপনার সমস্যার সমাধান হয়ে যায় । আর যদি আপনি অশ্লীলতা দেখার লোভ সামলাতে না পারেন তাহলে সে দোষ ডিশের নয় দোষ আপনার, দোষ আপনার শিার, দোষ আপনার ধর্ম শিার।
এভাবে কেউ কেউ ইন্টরনেটে ব্রাউজিং নিয়েও প্রশত্দ তোলেন কিন্তু কেন ??? অশ্লিল সাইট ছাড়া কি আর কোনে সাইট নেই ?? আপনি যদি কোনা পর্দা হীন মেয়ের দিকে অশ্লীল ভাবে তাকিয়ে থাকেন , তাহলে ঐ মেয়ের কি স্বাসতি হবে জানিনা তবে আপনার পাপের বোঝা যে আরো ভারি হবে তাতে কোন সন্দেহ নেই । পবিশেষে এটা বলতে চাই যে অশ্লীলতা আমরা ঠেকাতে পারবনা,কিন্তু সহজেই এরিয়ে চলতে পারি ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


