এসব ঘটনা নিয়ে কথা বলতে লজ্জা হয় ,লজ্জা হয় এসব ঘটনার স্বাক্ষি হতে । কিন্তু একথা সত্যি এরকম অনেক ঘটনারই আমরা নিরব স্বাক্ষি শুধু স্বা ক্ষ দেওয়া ছাড়া আমাদের যেন আর কিছইু করার নেই
ঘট নাটা কি খুব সহজ ছিলনা?? কিছু বৈধ্য ছাত্রির ছিট কিছু অবৈধ্য ছাত্রি দখল করে রেখেছে , এখন বৈধ্য ছাত্রিরা অবৈধ্য ছাত্রিদের বের করে দিয়ে তাদের পাওনা ছিট বুঝিয়ে দেবার জন্য কর্তৃপক্ষকে অনুবোধ করেছে । এবার বলুনতো কর্তৃপক্ষের কি করা উচিত ছিল??? আর তিনি কি করলেন ??? আমরা সকলে চেয়ে দেখলাম উনি অবৈধ্য ছাত্রিদের পক্ষে গেলেন বৈধ্য ছাত্রিদের হল থেকে বের করে দিলেন । আমরা হতাশ হলাম শিক্ষা প্রতিষ্টানের এরকম বিচার দেখে !!!!!
যারা সত্য পথে ছিল তারা মার খেল এবং হলও ছাড়ল আমাদের দেশের কিছুই কি রাজনৈতিক নিয়ন্ত্রন ছাড়া চলেনা??
এসব দেখে ঘৃনা হয় সত্যি বলছি ঘৃনা হয় আর লিখতে ইচ্ছা করেনা এবার আপনারাই বলেন যারা এই বিচার করল তাদের কি বিচার হওয়া উচিত ?? আর কে করবে তাদের বিচার ????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


