আজ সকাল থেকেই মনটা খিটমিট হয়ে আছে ,সকালে এখানে এসেই দেখি একজন পরপর 27টা পোষট করে পুরা 3-4 পেইজ দখল করে রেখে সে গর্ববতি সরি গর্বিত বোধ করছে তা যাইহোক সে আরো 100 টা পোষ্ট করুক আমাদের কোন অপত্তি নেই তবে দয়া করে সব লেখা গুলো হোম পেইজ এ দিবেন না
এবার অন্য দিকে যাই আমি সাধারনত যাদের েলখা পড়ি তাদের মধ্যে অনেকেই আজকাল আর নিয়মমিত লেখেন না মনে হচ্ছে অনেকে এ ব্লগ ত্যাগ করেছেন কিন্তু কেন? এখানেকি পাঠকের অভার আছে ?নাকি আমাদের পাঠক বলে মনে হয়না । দীক্ষক সাহেবের কথা না বলে আর পারিনা উনি হঠাৎ কি সব ছেড়ে ছুড়ে আধুনিক কোন ধর্ম আবিষ্কারের জন্য বনে ... না না আধুনিক ধর্ম খুজতে আবার বনে যাবেন কোন ? বনে , পাহাড়ে ,মরুভুমিতে তো সব পুড়ানো ধর্ম । তাহলে নতুন ধর্মের সন্ধারে উনি কোথায় গেলেন?কারো জানা থাকলে জানাবেন নিশ্চয় কোন সাইবার ক্যাফেতে নয় ??
তীর্থক সাহেব কোথায় আপনার কি মেশিন কাজ করছেনা তাই লিখতে পারছেননা আহা বেচারা.......
মানব আপনাকে কর্তৃপক্ষ হোম পেইজ থেকে কেটে দেবার পরও কি আমরা আপনার লেখা পড়তে আপনাকে খুজে বার করিনি আপনার তো সব লেখাই আমরা পড়েছি তাহলে এখন লেখা বাদদিলেন কেন ? দয়া করে লেখা চালিয়ে যান আমরা আপনার লেখা পড়ার আপেক্ষায় আছি । নাম গুলো বলা বোধহয় ঠিক হচ্ছেনা একসময়ের সাড়া জাগানো লেখক/লেখিকা এখন দেখি শুধু ছবি পাঠান যেমন একজনকে দেখলাম অনেক গুলো নৌকার ছাবি পাঠালেন এর মানেকি আমরা কি নৌকা চিনিনা ?
আবার কেউ আছেন যার লেখা পড়ে একসময় ব্লগে হৈ চৈ পড়ে গিয়েছিল পড়ে কতর্ৃপক্ষ লেখাটি মুছেদিতে বাধ্য হল সে সব লেখকরা ও এখন চুপ মেরে গেছেন কারনকি ?তারা কি লেখার কোন বিষয় আর খুজে পাচ্ছেননা নাকি বাংলা টাইপ ভুলে গিয়েছেন নাকি সাহস পাচ্ছেন না কোনটা ? ফিরে আসুন আর আমাদের পড়ার খোড়াক জোগান
ওহহহহহহ শিরোনামে যার নাম যে কারনে লিখেছি সেই কারনটাইতো লোখা হয়নাই শুধু পেছাল হচ্ছে
আসল কথায় আসি অপ বাক সাহেব আপনার কেয়ামতের কালপঞ্জি পড়লাম এবং জানতে পাড়লাম যে সূর্য আরো 500 কোটি বছর থাকবে ,এর মধ্যে পৃথিবীর ধংস হবার কোন সম্ভাবনা নেই ,ভাল কথা তার মানে আরো 500কোটি বছর মাস্তি করা যাবে
কিন্তু এর আগে যদি পৃথিবী তার কক্ষপথ চুত হয় তাহলেকি পৃথিবী ধংস হবে না ?মানে আমি জানতে চাচ্ছি পৃথিবী যদি তার কক্ষ পথ থেকে ছিটকে যায় বা বের হয়ে যায় তাহলে রেজালট কি হবে ? নাকি পৃথিবীকে ছিট েক পড়ার অধিকার উনি েদননি ? জানাবেন দয়াকরে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


