আজকাল রাস্তায় বের হলেই অকারনেই দেখা যায়যে, আপনার দৃষ্টি দেয়ালের পোষ্টারের দিকে চলে যায় এবং আমিও এর ব্যাতক্রম ঘটাতে পারিনি।
আজ ক'দিন থেকেই একটি পোষ্টার আমাকে রিবাট নাড়া দিচ্ছে এবং সেটি হলো "জাতীয় ছাত্র মহাসমাবেস" পোষ্টরের কিছু লেখা আমার দৃষ্টিটাকে খুব বেশী করে আকৃষ্ট করেছে।
1। জাতীয় ছাত্র মহা সমাবেশ: এটা কিভাবে জাতীয় জাতীয় ছাত্র মহাসমাবেশ হতে পারে। "জাতীয় মানে কি??? এখানে কি সকল ছাত্রদের অবাধ অংশগ্রহন রয়েছে????
2। প্রধান অথিতি: উপরের প্রসংগ না হয় বাদই দিলাম তই বলে এই জাতীয় ছাত্র মহাসমাবেসের প্রধান অথিতি "মতিউর রহমান নিজামী???? আপনাদের কি মনে হয়।
3। বিশেষ অথিতি: আমি না হয় বাদই দিলাম এটা জাতীয় মহাসমাবেশ নয় এটা হলো বাংলাদেশ ছাত্র শিবিরের ছাত্র মহাসমাবেশ কিন্তু এমন একটি মহাসমাবেশের বিশেষ অথিতি বি.এন.পির স্থায়ী কমিটির সদস্য এবং সা্বস্থ্যমন্ত্রী খন্দকার মোশারফ হোসেন??? এও কি সম্ভব??? তাহলে ধরে নিবো ছাত্রদল এবং ছাত্র শিবিরের রাজনীতি এক????
4। ঐতিহাসিক পলটন ময়দান: নিজামী সাহেব কি জানেন পলটন ময়দান কেন ঐতিহাসিক?? যারা আমাদের স্বাধীনতা যুদ্ধের বিরাধীতা করেছিলেন তাদের কাছে পলটন ময়দান কিভাবে ঐতিহাসিক হতে পারে??? তারা কি জানেন কিসের জন্য পলটন ময়দান ঐতিহাসিক??
আজ হঠাৎ করে আমি নিজেকে বিশ্বাস করতে পারলাম না যে, এই পোষ্টার আমি আগে তখনোও দেখেছি। একই পোষ্টার, মহাসমাবেশের তারিখ, স্থান, আয়োজক, প্রধার অথিতি সবকিছু ঠিকই আছে কিন্তু পরিবর্তন ঘটেছে বিশেষ অথিতির নাম দেখে শত চেষ্টা করেও সেখানে আমাদের স্বাস্থ্যমন্ত্রীর নাম খুজেঁ পেলাম না। আমার প্রশ্ন শেষ মুহুর্তে কি আমাদের মন্ত্রীর বুদ্ধির উদয় হয়েছে যে, এই সমাবেশে আমার উপস্থিতি দল বা দেশ মেনে নেবে না?? আপনাদের কি মনে হয়????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


