আমরা মনে হয় প্রত্যেকেই একটা মুখোশ পড়ে আছি।
মুখোশের আড়ালে নিজেদের আসল সত্ত্বাকে ঢেকে রাখার-
প্রাণান্ত প্রচেষ্টা আমাদের।
আর এই আড়ালে থাকতে থাকতেই মানুষ,
একসময় ভুলে যায় তার নিজস্ব সত্ত্বাকে!
মুখোশের সত্ত্বাই হয়ে ওঠে তার সত্ত্বা
যা তার কখনোই ছিল না !
সব মুখোশেরই একটা নাম থাকে।
কেউ পড়ে ভালমানুষের মুখোশ,
কেউ বা বন্ধুত্বের মুখোশ,
আবার কেউ পড়ে ভালবাসার মুখোশ।
আমার কি মনে হয় জানো?
এ সব মুখোশই আসলে প্রতারণা।
এগুলো প্রতারণার মুখোশ।
যে এই মুখোশ পড়ে,
সে নিজেও কোনোদিন উপলব্ধি করতে পারে না,
তার এই প্রতারণা।
পারবেই বা কেন ?
বরং যার মুখোশ যত সুন্দর,
সে মানুষের কাছে তত বেশি আকর্ষণীয়।
আর যার মুখোশ নেই ?
মানুষের কাছে তার বিন্দুমাত্র মূল্যও নেই !
এখন আর আমরা আমাদের সত্ত্বার সৌন্দর্য বিকাশে মনোযোগী নই।
বরং তার উপরের মুখোশের আবরণের উপরই আবেশিত।
আর তাই তো,
মুখোশের অন্তরালে হারিয়ে যাচ্ছে আমাদের নিজ নিজ সত্ত্বা।
আমাদের অজান্তেই!
আমরা তা কখনোই উপলব্ধি করতে পারি না !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




