আমার নিকটা অনেকদিনের পুরোনো,কিন্তু তবুও এখনও নতুন।অর্থাৎ প্রথম পাতায় এক্সেস পাওয়া তো দুরের কথা কাউকে কমেন্ট বা রেটিং ও দিতে পারে না।
আসলে প্রথম যখন সাইন আপ করি তখন দেখলাম মন্তব্য করার অনুমতি পেতে ৭দিন লাগবে।৭দিন পর দেখি যেমন ছিলাম তেমনই আছি।আরো ১০/১৫ দিন অপেক্ষা করে ভাবলাম ধুচ্ছাই- বাদ এসব বাংলা ব্লগিং,করলামনা কি হইচে
তারপর একসময় পাসওয়ার্ডটাও ভুলে গেলাম।অনেকগুলো মাস কেটে গেল।আজ আবার মনে হল লগিন করি, তাই পাসওয়ার্ডটা রিকভারি করে নিলাম
আশাকরি নতুন হিসেবে আপনাদের সকলের সহযোগীতা পাব।
**আমি অভ্র কিবোর্ড ইউজ করি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




