গতরাতের থান্ডারিংএ আমার একটা অনলাইন ইউপিএস এবং একটা পিসি ইন্নালিল্লা হয়ে গেসে।
এখন আমার কি হবে??????????? এএএএএএএএএএএএএ...............
তখন আমি পিসির সামনে ছিলাম।একটু পর পর থান্ডারিং হচ্ছিল।আমি আমার জানালার এলুমিনিয়ামের ফ্রেমে ফ্লাশ দেখলাম একটা,একটা শব্দ হল "টাস!!!" জানালাটা কেপে উঠল।
বন্ধ হয়ে গেল পিসি এবং অনলাইন ইউপিএস।
কিছুক্ষন পর ইউপিএস লাইভ করার চেষ্টা করলাম, নাহ.. হি ইজ রিয়েলি ডেড
এবার পিসির দিকে তাকালাম।পিসিতে ডাইরেক্ট পাওয়ার দিলাম।হ্যাঁ সিপিইউ থেকে
মৃদু গুন্জন আসল,কিন্তু মনিটর,কিবোর্ড পাওয়ার পায় না
আপনাদের কারো কোনো ক্ষতি হয়েছে কি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




