পড়ুন ভাল লাগলে ভাল বলুন........................
১.
আজগরের বাবা আজগরকে জিজ্ঞাসা করলেন, " তোমার রেজাল্ট কার্ড কই?"
আজগরের উত্তর, " কার্ড আমার কাছে নাই।"
বাবা আজগরকে চিৎকার দিয়ে জিজ্ঞাসা করলেন, " তোর কাছে কার্ড নাই ক্যান?কী করছিস?"
আজগরের উত্তর, " কার্ড আমার দোস্ত ধার নিয়েছে। ওর আব্বা আম্মাকে ভয় দেখানোর জন্য।"
২.
শনিবার এর স্কুলে ধর্ম শিক্ষক শিশু আজগরের ক্লাসে শিখাচ্ছিলেন কীভাবে ঈশ্বর মানুষ সহ সব কিছু তৈরী করেছিলেন। ধর্ম শিক্ষক এও বলেছিলেন কীভাবে ঈশ্বর ঈভকে আদমের পাজঁর থেকে তৈরী করেছিলেন।
ঐসপ্তাহের শেষদিনে শিশু আজগর তার মাকে বলল যে সে স্কুলে যাবে না।
মা বলল, "কী হইছে যে স্কুলে যাবা না?"
শিশু আজগরের উত্তর," আমার বুকে ব্যাথা করছে। আমার মনে হয় আমার এখন একটা বঊ হবে।"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



