বারবি পতুলের আসল নাম নাকি বারবার মিলিসেন্ত রর্বাতস।
মানব সন্তানের তার বাহুতে জিব লাগাতে পারে না।
কুমির নামক প্রানীর নাম কানে নিছেন? তারা নাকি জিহ্ববা মুখ থেকে বাহিরে আনতে পারে না।
চিংড়ীরে ব্রেইন মাথায় থাকে।
পদার্থ বিজ্ঞান ও শারিরীক বিগ্ণগান বলে শুকুর বা শুয়ারীর বাচ্চা আকাশ দেখতে পারে না!
টুইট কী? টুইটারের বার্তা……………………।।নারে ভাই গর্ববতী গোল্ডফিস কে টুইট বলে।
আইনের বলে বেলজিয়ামের প্রতিটি শিশু প্রাইমারী স্কুলে হারমনি শিখে!
ইদুর ও ঘোড়া বমি করে না!!
বাংলা “পাখি পাকা পেপে খায়” এর মত ইংলিসের কঠিন টুইস্টার হল "sixth sick sheik's sixthsheep's sick"
হেডফোন কানে লাগালে নাকি ব্যাক্টেরিয়ার সংখ্যা ৭০০গুন বৃদ্ধি পায়!
সরকারের যদি এ্যালিয়ান সম্পকে ধারনা না থাকে তাহলে মার্কিন নাগরিকদের আইন অনুসারে এ্যালিয়ানদের সাথে যোগাযোগ নিষিদ্ধ!
কে আগে আসছে? সিগারেট লাইটার না ম্যাচ?(সিগারেট লাইটার)
লিপ্সটিকের মূল উপাদান কী? উত্তর মাছের আশ!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



