![]()
বিশেষ বিশেষ দিবসে গুগল বিশেষ লোগো প্রকাশ করে। যেমন, জাপানের এজ ডে, ভারতের স্বাধীনতা দিবস, ভারতে ঘুড়ি উৎসব, নিউটনের জন্মদিন ইত্যাদি।
তাই কালকের একটি অসাম্প্রদায়িক দিবস "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" উপলক্ষ্যে গুগলের বিশেষ লোগো চাই।
আসুন, আমরা এব্যাপারে গুগলকে রিকোয়েস্ট করি। আর কিভাবে রিকোয়েস্ট করা যায়, তা টেকি ভাই-বোনরা বলে দিন।
আপনাদের রেসপন্সের অপক্ষোয়...


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




