"কখনো কি কাউকে ভালবেসেছিলেন কিনা বাসেননি তা জানিনা।
এটা কি তারই প্রতিফলন?"
জবাবে বলা হয়েছিল-
ভালবাসি মাকে, সবাইকে এবং আপনাদের। ভালবাসি ফুল, গাছ, সমুদ্র, পাহাড়, নদী এবং আড্ডা দিতে।
ভালবাসি একজনকে- যে অকাতরে ভালবাসবে... হাত ধরে জোতস্না দেখাবে, ভরা পূণিমায় বলবে চল আজ রিক্সায় ঘুরি...
সে কি কখনো কাউকে ভালবেসেছিল?
একজন ভালবেসে, ভালবাসতে চেয়ে হাতটা বাড়িয়া দিল...
বলল-
ভালবাসা...... মানে
২ টা বেড রুম, ১ টা ড্রইং রুম, ১ টা কিচেন, ২ টা বাথ......... আরররর... দক্ষিনের একটা বারান্দা।
ভালবাসার মানে অনেকরকম......
আমার কাছে... ভালবাসা মানে কিছু অনুভূতি, যা পারে অন্য একটা মানুষকে সারাজীবন পাশে ধরে রাখতে। হতে পারে সে বাবা, মা, ভাই, বোন, বন্ধু, রিলেটিভস,... এটসেটট্রা।
আর স্পেশালি এমন একজন যাকে শুধু বিশ্বাস করেই একটা জীবন পার করে দেওয়া যায়, তার জন্যে সারা জীবন কাঁদা যায়
ভালবাসা'তো এরকমই... বাকী সব'তো জীবন যাপন
শেষে বলল-
কি আমি কি কাউকে ভালবাসি?
ছেলেটি বাড়িয়ে দেয়া হাতটা ধরতে ধরতে বলল...
ভালবাসাতো এইরকমই...
কেমন যেন!
আমি ভালবাসবোইতো, তাতে কার কি??
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




