যদি পশু-পাখিদে র ফেসবুক থাকত, তাহলে তাদের
স্ট্যাটাস আপডেট থাকত এইরকমঃ
¤তেলাপোকাঃ আহ! বাচছিরে! আর এক্টু হইলেই ওই বুইড়ার পায়ের তলে হান্দাইয়া যাইতাম
...
ব্যাঙের কমেন্টঃ ক্যান?তোর এন্টেনায় ফ্রিকুয়েন্সিতে ধরা পড়ে নাই বুঝি?
তেলাপোকার কমেন্টঃ আর কইস না! বাসার বদ পুলাডায় আমার একটা এন্টেনা ছিড়া ফালাইছে! তার পর থেইকা সব ঠিকমত ঠাহর করতে পারিনাঃ (
¤বিড়ালঃ আমার ৫ম বাচ্চা আইজ সকালে জিগাইল তার বাপ কিডা! কিন্তু
মনে করতে পারতাছিনা! বড়ই আপচুচ (ইন্দুর লাইক দিস)
ইন্দুরের কমেন্টঃ ওই পাপ মুখে আমারে খাইতে আসবিনা কয়া দিলাম!
ছি, বিড়াল জাতি আজ পশ্চিমাদের মত নগ্ন সভ্যতার বিকাশ করে চলেছে!
আমরা এর তীব্র প্রতিবাদ জানাই!
(নেংটি ইন্দুর & ১০ আদার লাইক দিস)
বিড়ালের কমেন্টঃ আইজ তোরে খাইছি!
ইন্দুরের কমেন্টঃ আইজ বুলডগের লগে রমনায় ডেটিং আছে। সাহস
থাকলে আইসা খুমাটা দেখাইয়া যাইস
¤মশাঃ মরলাম রে মরলাম! মানুষের রক্ত খাইতে খাইতে তো এইডস ধরা পড়ল
টিকটিকির কমেন্টঃ আমাদের একটু সচেতনতাই পারে এইসব মহামারী থেকে রক্ষা করতে।
বাচতে হলে জানতে হবে।(মশা & ৫ আদার লাইক দিস)
¤মুরগিঃ "যদি কাল মোরে ফেবুতে না দেখ হায় ভেবে নিও পড়ছি আমি মাইনকার চিপায়"
কে এফ ছির কুক কইছে আমার এ নধর দেহখানা রোস্ট বানাইয়া সার্ভ করবঃ@
মিচ ইউ অল গাইজ!
(টিয়া & ৩২ আদার লাইক দিস)
মোরগের কমেন্টঃ অহ নো! এ হতে পারেনা! আমাকে একা ফেলে তুমি চলে যেতে পারনা!
:'(
কাউয়ার কমেন্টঃ হাই সেক্সি! আমারে তুমার ফ্রেণ্ড বানাইবা?
কুকুরের কমেন্টঃ আজ বড় সুখে জিহ্বাতে জল এসে যায়; আহ! কত্তদিন মুরগির হাড্ডি চাবাইনা!
¤ছাগলঃ চলো পালাই ফ্রেণ্ডস! সামনে কুরবানি
শুকরের কমেন্টঃ হাহা!বাইচা গেসি! আমি হারাম। ধিঙ্কা চিকা! ঃপি

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



