যারা ছোট-খাট সাংবাদিকতা করেন বা ব্লগিং করেন, অথবা ফটো শেয়ারিং করেন এবং যদি ফায়ারফক্স ব্যবহারকারী হন, তাদের জন্য খুব ভাল একটা ব্রাউজার হলো ফ্লক।
এটি ফায়ারফক্সের কোডবেসে তৈরি তাই ফায়ারফক্সের এক্সটেনশন চলে এবং তার মতই ফাস্ট। আরএসএস, ব্লগিং, ফটো উপলোড, অনলাইন বুকমার্ক, একাউন্ট ম্যানেজার ইত্যাদি সহ ফায়ারফক্সের সকল সুবিধা পাবেন।
আমি ব্যাবহার করেছি এবং করছি। কমপক্ষে একবার ট্রাই করে দেখতে পারেন।
বিঃদ্রঃ বর্তমানে স্কিন একটাই, এবং ফায়ারফক্সের স্কিন চলে না।
নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া হলোঃ
[wjsK=http://mirror1.flock.com/releases/1.0RC3/flock-1.0RC3.en-US.win32.exe]
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৭ রাত ৯:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




