আশীফ এন্তাজ রবির একটি কমেন্ট পড়ে মনটা খারাপ হয়ে গেল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সুপ্রিয় হিমু,
http://www.sachalayatan.com/pirate/35539
১মত : আপনি ১ নং কমেন্টে আপনার ভাষায় ব্রেন্ডনের একজ্যাক্ট মেসেজটি তুলে ধরলেন। মেসেজটি কী আসলেই একজ্যাক্ট ছিল? জলদস্যুর কল্যাণে আমরা জানতে পারলাম মেসেজটির আরেকটি অংশ রয়েছে। ( কমেন্ট নং ২ দ্রষ্টব্য)
আপনি আংশিক মেসেজ প্রকাশ করে ( এবং সেটিকে একজ্যাক্ট মেসেজ দাবী করে, ) কী বোঝাতে চাইলেন?
২য়ত : জুন মাসের প্রথম সপ্তাহে ব্রেন্ডন আপনাকে বলল, সে মুসাকে মনে করতে পারছে না। আর আপনি তার কয়েকদিন পরেই নেভারেস্ট দেয়া শুরু করলেন। তাই না? একটু অপেক্ষা করে আরেকটু শিওর হয়ে নিলে ভালো হতো না? যাই হোক।
৩য়ত : একটু ব্যক্তিগত সম্পর্কের দিকে যাই। আপনার বন্ধু রাহার মাধ্যমে আমি আজই জানতে পারলাম আপনি নটরডেমের ৯৭ ব্যাচের, গ্রুপ ৭। আমিও একই ব্যাচের গ্রুপ ২।
আমার খুব দৃঢ় বিশ্বাস, আপনি ইতিমধ্যেই বুঝতে সমর্থ হয়েছেন যে, মুসার প্রকৃত ব্যাপারটি কী? কাজেই , অযথা ধুম্রজাল সৃষ্টি না করে, বাকী পথটুকু আপনি যদি যুক্তি ও সত্যের পথে হাটেন, তাহলে আমাদের প্রত্যেকর অশেষ উপকার হয়।
মুসা আমার বন্ধু, ঠিকাছে, কিন্তু সে বাংলাদেশের সন্তান। তার অর্জন বাংলাদেশের অর্জন। তাকে নিয়ে যে ব্যাপারটি শুরু হয়েছে,তা অত্যন্ত লজ্জার এবং দুঃখজনক। ইতিমধ্যে মুসার প্রতি অনেক অন্যায় হয়ে গেছে। কী পরিমাণ মানসিক যন্ত্রণা তার উপর দিয়ে যাচ্ছে, তার একটা ছোট্ট নমুনা আপনাকে দেই। গভীর রাতে মুসার কাছে এসএমএস আসে, তুই একটা শয়তান। স্টেডিয়ামে তোর ফাঁসি দেখতে চাই। এতো কষ্ট, এতো যন্ত্রণা, এটা বোধহয় ওর প্রাপ্য না।
মুসা কাড়ি কাড়ি টাকাও উপার্জন করছে না, যেমনটা আপনি ধারণা দিয়েছেন ( মোটিভেশন বাণিজ্য)। ও তার ধারই এখনো শোধ করতে পারেনি। ভাঙ্গা সেই মোটর সাইকেল নিয়ে বিকাল ৫ টা থেকে রাত ১২টা পর্যন্ত, একটি পত্রিকা অফিসে কলম পিষে সংসার চালায়। ঐ টাকায় বাইকের জ্বালানি কিনে বিভিন্ন অনুষ্ঠানে যায়। সেখানে আমরা তাকে বাসি ফুলের তোড়া আর মানপত্র দিয়ে সন্মানিত করি। মুসা হাসি মুখে ছবি তোলে। ৫ মিনিটে ৫ লাখ টাকা উপার্জনের যে গল্প আমরা শুনছি, তা যদি সত্য হতো, কী ভালোই না হতো। বিপরীতক্রমে একটি সংস্থা তাকে ৫ লাখ টাকা দিতে চেয়েছিল। আমরা সবাই বলেছিলাম টাকাটা নিয়ে বোনের ধার কিছু হলেও শোধ করার জন্য ...ও রাজি হয়নি। কেননা ওই সংস্থাটি ছিল বিতর্কিত। অথচ ওই সংস্থা থেকে বাংলাদেশের অনেক জ্ঞানী গুণীরা অর্থ ও অনুগ্রহ নেন। মুসা ওইটুকুও আপোষ করতে রাজি না। এইসব গল্প তো ব্লগের বাসিন্দারা জানেন না।
একজন লেখক হিসেবে, একজন ব্লগার হিসেবে, আপনি যদি এই বেলা স্বীকার করে নেন যে মুসার ব্যাপারে আপনি নিঃসন্দেহ, তাহলে শুধু ব্লগার কিংবা লেখক হিসেবে নয়, একজন সৎ মানুষ হিসেবে , আপনি সকলের কাছে স্বীকৃত হবেন। আপনার জন্য এটি কোনও পরাজয় কিন্ত না। আমার, আপনার, সকলের, গোটা বাংলাদেশের জন্য এটি হবে- একটি বিরাট বিজয়। নেভারেস্ট সিরিজে আপনি নিজেও এই রকম একটি কথা বলেছিলেন। কাজেই, ভাই , সংশয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছিলেন আপনি, এবার নিজেই ইতি টানুন। ব্যাপারটি সন্মানজনক হবে। নটরডেম একই ব্যাচের সাবেক সহপাঠী হিসেবে এই লম্বা ৩য় মন্তব্যটি করে আপনাকে আমি সহযোগিতা করতেই চাচ্ছি ।
তবে হ্যাঁ তেনা পেচানোর সুযোগ আপনি আজীবন পাবেন। সাংবাদিকরা সব মুসার বন্ধু ( মুসা সাংবাদিক, সাংবাদিকরাই তো তার বন্ধু হবে) মুসার ব্যানারের রং কেন এই রকম ( এটা মুসা কীভাবে বলবে?) , আনিসুল হক কেন ওমন কথা বললেন ( আনিসুল হক কী পর্বতারোহী? আর সে মুসার পরিচিত দেখে নিউজ লিখতে পারবেন না? পর্বতের নিউজ লিখতে গেলে যদি পর্বতারোহী হতে হয়, তাহলে তো প্রত্যেক ক্রাইম রির্পোটারকে খুনী, ধর্ষক হতে হবে ), রবির বউ মিতু কেন রবিকে বিশ্বাস করেন ( এটা মিতুর ব্যাপার, এখানে মুসার দায় কোথায়) , মুসা কার কাছে কত টাকা চাইলেন ( টাকা চাইলে কী প্রমাণ হয় ? মুসা উঠে নাই? ), উইকিপিডিয়ার দেওয়ান তো ফারুকির পরিচিত (সচলের অনেক মডারেটরই তো আপনার পরিচিত, তো?).....
তেনার কোনও শেষ নেই। তবু তেনা পেচানোর শেষ আপনাকে একদিন করতেই হবে এবং শেষমেষ পাঠকরা একটা প্রশ্নই ঘুরে ফিরে আপনাকে করবে , সেটা হচ্ছে - মুসা যে উঠে নাই- আপনার কাছে এর কী প্রমাণ রয়েছে?
যে চিলের পেছনে আপনি সবাইকে ছোটাচ্ছেন, সেই চিলের সন্ধান, আপনাকে দিতেই হবে
তেনার ভীড়ে আসল সত্যকে আপনি আর কতদিন চাপা দিয়ে রাখবেন ?
সত্যানুসন্ধানের লড়াইটিকে ইগোর লড়াই করবেন না ....
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমি আর এমন কে

যখন আমি থাকব না কী হবে আর?
থামবে মুহূর্তকাল কিছু দুনিয়ার?
আলো-বাতাস থাকবে এখন যেমন
তুষ্ট করছে গৌরবে সকলের মন।
নদী বয়ে যাবে চিরদিনের মতন,
জোয়ার-ভাটা চলবে সময় যখন।
দিনে সূর্য, আর রাতের আকাশে চাঁদ-
জোছনা ভোলাবে... ...বাকিটুকু পড়ুন
২০২৪ সালের জুলাই মাস থেকে যেই হত্যাকান্ড শুরু হয়েছে, ইহা কয়েক বছর চলবে।

সামুর সামনের পাতায় এখন মহামতি ব্লগার শ্রাবনধারার ১ খানা পোষ্ট ঝুলছে; উহাতে তিনি "জুলাই বেপ্লবের" ১ জল্লাদ বেপ্লবীকে কে বা কাহারা গুলি করতে পারে, সেটার উপর উনার অনুসন্ধানী... ...বাকিটুকু পড়ুন
রাজাকার হিসাবেই গর্ববোধ করবেন মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান !

একজন রাজাকার চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা আজীবন মুক্তিযোদ্ধা নয় - হুমায়ুন আজাদের ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে। বিএনপি থেকে ৫ বার বহিস্কৃত নেতা মেজর আখতারুজ্জামান। আপাদমস্তক টাউট বাটপার একজন... ...বাকিটুকু পড়ুন
চাঁদগাজীর মত শিম্পাঞ্জিদের পোস্টে আটকে থাকবেন নাকি মাথাটা খাটাবেন?

ধরুন ব্লগে ঢুকে আপনি দেখলেন, আপনার পোস্টে মন্তব্যকারীর নামের মধ্যে "জেন একাত্তর" ওরফে চাঁদগাজীর নাম দেখাচ্ছে। মুহূর্তেই আপনার দাঁত-মুখ শক্ত হয়ে গেল। তার মন্তব্য পড়ার আগেই আপনার মস্তিষ্ক সংকেত... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টি দিল্লী থেকে।

((গত ১১ ডিসেম্বর ধর্মীয় উগ্রবাদ ও জঙ্গী সৃষ্টির ইতিবৃত্ত ১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম। সেটা নাকি ব্লগ রুলসের ধারা ৩ঘ. violation হয়েছে। ধারা ৩ঘ. এ বলা আছে "যেকোন ধরণের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।