এক জন শিক্ষার্থীকে জ্ঞ্যানের আলোয় আলোকিত করা অন্যতম পথ নির্দেশক হলেন শিক্ষক।
শিক্ষক সমাজের “দর্পণ” ও বটে।
কিন্তু কতিপয় মানুষ শিক্ষকতা নামের মহান পেশা টি কে ব্যাবসায় রূপান্তরিত করে ফেলেছেন।
আমি যখন স্কুলে পড়তাম তখন দেখেছি আমাদের কিছু শিক্ষক ছাত্র-ছাত্রীদের কে উনাদের কাছে প্রাইভেট পড়তে বাধ্য করতেন। যে ছাত্র-ছাত্রী উনাদের কথায় অবাধ্য হোতো তাদের উপর চলত নানান শারীরিক ও মানুষিক নির্যাতন।
এমনন কি ছাত্র ছাত্রীদের দের কঠোর পরিশ্রমের পরও পরিক্ষার খাতায় আসতো না আশানুরূপ ফল। যেই শিক্ষকদের পানে চেয়ে থাকে একটি সমাজ, একটি দেশ, একটি জাতি, অথচ সেই শিক্ষকের হাতে রচনা হছে ছাত্রীদের যৌন হয়রানির মত গুরুতর অভিযোগ।সেই শিক্ষকের মুখে শুনা যায় ধর্ম নিয়ে কুটুক্তি!!! ধিক্কার জানাই সেই সব শিক্ষকদের যারা শিক্ষা নামের মহান পেশাটি কে আজ কলঙ্কিত করেছেন।
ভালো, উন্নত, সমৃদ্ধ শিক্ষা ব্যাবস্থা পেতে আমরা শুধু আশাই করি না এটা আমাদের অধিকার ও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


