"""""""""বিদায়"""""
আজ ব্যাথাহত হৃদয়ে
এসেছি গো তব দ্বারে
অস্রুসজল প্রীতি রেখে
বিদায় দাও গো মোরে ।
তোমাকে হারাতে হবে
খুঁজে পাচ্ছিনা সান্তনা
ব্যথাহত হৃদয়ে
উঠেছে জেগে বিষাদের বেদনা।
যেতে নাহি চাচ্ছে মন
যেতে তো আমায় হবে
তোমার সাথের স্মৃতি গুলো
প্রীতি হয়ে রবে।
আমার এই স্মৃতি রাজ্যে তুমি
সুন্দর- চঞ্চল কতো লাবণ্য
তোমার মায়া একটু ছোঁয়ায়
হয়েছি চির ধন্য।
তোমার অব্যক্ত ভালোবাসায়
মুগ্ধ... বাকিটুকু পড়ুন

