জানি তুমি আসবে না
তারপরেও নিঃসঙ্গতা কে সঙ্গী করে
গাঙচিল চোখে ছেয়ে আছি পথপানে
যদি তুমি আসো
নিবিড় হয়ে বসে আমার কাঁদে মাথা
রেখে শান্তির আবেশে কথা বলবে।
আমরা ২ জন মিলে দেখবো, শুনবো,
আর গাইবো শালিক পাখির মত গাণ ।
পাতা বাহারির বুকে আঁকব
স্বপনের আলপনা।
শত জল্পনা-কল্পণার অবশণ ঘটিয়ে
ভাসবো শান্ত শীতল লেকের জলে।
জানি তুমি আসবেনা
আমার স্বপ্ন গুলো শুষ্কপাতার মতো
পড়ে রইবে মনের আঙ্গিনায়
মর্মর শব্দ করবে হৃদয় গহীনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


