আচ্ছা!!!!!!! আমার মনে কেবল একটাই প্রশ্ন জাগে------কি দরকার বাপু পরীক্ষা নেয়ার?????
course work রূপী বুলডোজার এর তলায় প্রতিনিয়ত চাপা পড়ছি,experiments করছি.....research এর গ্যাঁড়াকলে পড়ে জীবন দিয়ে দিচ্ছি(যদিও কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না
অথচ,গোদের ওপর বিষফোঁড়ার মত আবির্ভাব এই
Graduation Exam নামধারী মূর্তিমান যন্ত্রনার!!!!!!!!!!!
Quantum Chemistry
যাক্! বহুক্ষন ব্লগের পাতায় কী-বোর্ডের pressin' আঁকিবুঁকি চলল।
বিশেষ অনুরোধ সবাইকে, আমার জন্য বেশি করে please দোয়া করবেন,যেন যুদ্ধগুলো সব জিতে যাই ইনশাল্লাহ্।নইলে ফিরব কিভাবে মায়ের কাছে???
আসলে জীবনের প্রতিটি দিনই নতুন পরীক্ষা....বেঁচে থাকাটাই যুদ্ধ।
Always Fight,never quit.
ক্ষমা করে দেবেন এই মেয়েটিকে,আবোল-তাবোল বকুনিতে পাতা ভরবার অপচেষ্টার জন্য।
সবার জন্য সমুদ্র শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০০৮ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



