আমার গানের ডাকনাম নিহত হবার রাতে-
উড়ে এসো ডুমোমাছি ঝাঁক বেধে,
পায়ে পায়ে তুলে নিও
সর্বশেষ নিঃশ্বাসের রেণু;
নিয়ে যেও যেখানে সে থাকে-
সেই নীল নিরালায়, গভীর হিরণ গ্রামে।
পরিযায়ী পাখি হয়ে
যদি আসে দেখতে সে- আধখোলা চোখে তার থেমে থাকা আলো
আর হিম আঙুলের ভাঁজে মৃত মুদ্রাদোষ।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১২ দুপুর ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




